সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে এক কোটি

news-image

গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এক কোটির বেশি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে। একই সময়ে মোবাইল ফোনের গ্রাহক কমেছে ৬৭ লাখের বেশি। সংশ্লিষ্টরা বলছেন, সার্বিক বিবেচনায় অর্থনৈতিক পরিস্থিতির কারণেই এই দুই ক্ষেত্রে ব্যবহারকারী কমেছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, মোবাইল ইন্টারনেট গ্রাহক গত জুলাই মাসে ছিল ১২ কোটি ৭৫ লাখ যা সেপ্টেম্বরে হয়েছে ১২ কোটি ৪৮ লাখ এবং ডিসেম্বর মাসে নেমে এসেছে ১১ কোটি ৭০ লাখে। অর্থাৎ ১ কোটি ৫ লাখ মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে।

অপরদিকে আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) ও পিএসটিএন (পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক) বা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার প্রতি ঝুঁকতে দেখা গেছে গ্রাহকদের। এ ক্ষেত্রে গত জুলাই মাসে গ্রাহক ছিল ১ কোটি ৩৫ লাখ, যা ৫ লাখ বেড়ে ডিসেম্বরে দাঁড়িয়েছে ১ কোটি ৪০ লাখে।

অন্যদিকে বিটিআরসি বলছে, জুলাই মাসে মোবাইল সিমের গ্রাহক ছিল ১৯ কোটি ৪২ লাখ, যা ডিসেম্বর মাস শেষে কমে দাঁড়িয়েছে ১৮ কোটি ৭৫ লাখে। অর্থাৎ এই ছয় মাসে মোবাইল সিম গ্রাহক কমেছে ৬৭ লাখ।

সবচেয়ে বেশি গ্রাহক কমেছে বাংলালিংকের। গত জুলাই মাসে প্রতিষ্ঠানটির গ্রাহক ছিল ৪ কোটি ৩৫ লাখ। সেপ্টেম্বরে তা কমে হয়েছে ৪ কোটি ১৬ লাখ। ডিসেম্বরে আরও কমে এই সংখ্যা হয়েছে ৩ কোটি ৯৭ লাখ। অর্থাৎ বাংলালিংকের মোবাইল সিম গ্রাহক কমেছে প্রায় ৩৮ লাখ। গ্রাহক সবচেয়ে বেশি কমার দিক থেকে দ্বিতীয় স্থানে আছে রবি আজিয়াটা। এর গ্রাহক গত জুলাই মাসে ছিল ৫ কোটি ৮৯ লাখ যা সেপ্টেম্বরে কমে দাঁড়ায় ৫ কোটি ৭৮ লাখে। ডিসেম্বরে আরও কমে তা হয় ৫ কোটি ৬৭ লাখ। ফলে তাদের গ্রাহক কমেছে ২২ লাখেরও বেশি। গ্রামীণফোন অপারেটরের গ্রাহক গত জুলাই মাসে ছিল ৮ কোটি ৫২ লাখ, যা সেপ্টেম্বরে কমে দাঁড়ায় ৮ কোটি ৪৮ লাখে এবং ডিসেম্বরে নেমে আসে ৮ কোটি ৪৫ লাখে। অর্থাৎ তাদের গ্রাহক কমেছে ৭ লাখ।

মোবাইল সিমের গ্রাহক কমে যাওয়ার কারণ হিসেবে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিকেই উল্লেখ করেছেন এ খাতসংশ্লিষ্টরা। তারা বলছেন, একদিকে উচ্চ মূল্যস্ফীতি অন্যদিকে উচ্চ হারের ভ্যাট, সম্পূরক শুল্ক ও সিম ট্যাক্সের কারণে খরচ বাড়ছে গ্রাহকদের। তাই এখন একাধিক মোবাইল সিম ব্যবহার থেকে সরে এসেছেন অনেকেই। গত এক বছর ধরে সিম ব্যবহারের এমন প্রবণতা দেখা যাচ্ছে।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণেই এ অবস্থা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি এবং উচ্চ হারের ভ্যাট, সম্পূরক শুল্ক ও সিমের ওপর কর বাড়ানোর প্রভাবে গ্রাহক কমেছে।’

অনেকটা একই সুরে কথা বলেছেন রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম। মোবাইল গ্রাহক কমে যাওয়ার কারণ হিসেবে সিমের কর ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা নির্ধারণ করাকে দায়ী করেছেন তিনি। খবরের কাগজকে তিনি বলেন, ‘সিমের মূল্যবৃদ্ধি পাওয়ায় মানুষ নতুন সংযোগ বা একাধিক সংযোগ গ্রহণে কম আগ্রহ দেখাচ্ছেন। ফলে গ্রাহকদের অনেকেই প্রথম যে সিমটি ব্যবহার করতেন সেটিতে ফিরে যাচ্ছেন এবং স্থির থাকছেন। এতে অনেক সংযোগ কমে যাচ্ছে।’

অন্য অপারেটররা যেখানে গ্রাহক হারিয়েছে, সেখানে রাষ্ট্রায়ত্ত মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটকের গ্রাহকসংখ্যা কিছুটা বেড়েছে। গত জুলাই মাসে টেলিটকের গ্রাহকসংখ্যা ছিল ৬৫ লাখ ৫০ হাজার, ডিসেম্বরে ১০ হাজার বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৬০ হাজারে।

টেলিটকের বিক্রয় ও বিতরণ এবং সিআরএম কর্মকর্তা সালেহ মো. ফজলে রাব্বী বলেন, ‘সম্প্রতি আমাদের চালু করা ‘জেন জি’ সিমে আমরা ভালো সাড়া পাচ্ছি। অক্টোবর থেকেই টেলিটকের গ্রাহক বাড়ছে। এখন বিভিন্ন ধরনের অফার দিয়ে প্যাকেজ ছাড়া হচ্ছে গ্রাহকের জন্য। আশা করছি কিছুদিনের মধ্যে সিমের গ্রাহকের সংখ্যা বাড়বে। সঙ্গে মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বাড়াতেও নানা অফার দেওয়া হচ্ছে। দ্রুতই গ্রহকের সংখ্যা আরও বাড়বে বলে আমরা আশা করছি।’’

এ জাতীয় আরও খবর

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে মালিক নিহত

নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার

ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র জন্য প্রশংসায় ভাসছেন তানজিন তিশা

নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবিতে মশাল বিক্ষোভ

ধর্ষণের শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত

৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক আওয়ামী কাউন্সিলর, অস্থিতিশীল করছে মোহাম্মদপুর

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের

প্রতিবেশীকে মারধরের অভিযোগে শ্রীলংকান ক্রিকেটার গ্রেপ্তার

ধর্ষণ-নির্যাতন মোকাবেলায় চালু হচ্ছে হটলাইন