বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রম আইন আইএলওর মানদণ্ডে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

news-image

অন্তর্বর্তী সরকার দেশের শ্রম আইনকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে পোশাক কারখানায় নিরাপদ কর্মস্থলের উন্নয়নে কাজ করে যাওয়া নিরাপনের নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ আশ্বাস দেন।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি। খুব শিগগিরই পরিবর্তন দেখতে পাবেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নিরাপনের চেয়ারম্যান সাইমন সুলতানা এবং স্বতন্ত্র পরিচালক তপন চৌধুরী।

এ সময় পশ্চিমা শীর্ষ ব্র্যান্ড এবং রিটেইল বিক্রয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিরাপন একটি শিল্পপ্রধান অলাভজনক সংগঠন, যা বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে একটি নিরাপদ কর্মপরিবেশ বা নিরাপত্তার সংস্কৃতি তৈরিতে কাজ করছে। এতে নিরাপনকে সহযোগিতা করছে বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ড, রিটেইলার, ম্যানুফ্যাকচারার ও এনজিও।

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে শ্রমিক সংগঠন ও কারখানা মালিকদের সঙ্গে ১৮দফা চুক্তি স্বাক্ষর করেছে, যা এই খাতে স্থিতিশীলতা এনেছে এবং পোশাক রপ্তানি বাড়াতে সাহায্য করছে।

সাইমন সুলতানা গার্মেন্টস শিল্পে সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

তিনি উল্লেখ করেন, তার সংস্থার স্থানীয় অংশীদার ব্র্যাক এবং ‘আমাদের কথা’র সঙ্গে যৌথভাবে কারখানায় নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে উদ্ভাবনমূলক সরঞ্জামাদি ব্যবহারে সহায়তা করে যাচ্ছে।

ব্র্যান্ড প্রতিনিধিরা বাংলাদেশের পোশাক কারখানা নিরাপদ কর্মস্থল হিসেবে উন্নতি হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন। বাসস

এ জাতীয় আরও খবর

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যুতে শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা, চলছে ভাঙচুর

তিতাস নদীতে কচুরিপানার জট: দূষিত হচ্ছে পানি, ব্যাহত হচ্ছে মাছের প্রজনন

নবীনগরে বিয়ে বাড়িতে মনাক বাহিনীর হামলায় চারজন গুলিবিদ্ধ, থানায় মামলা

হেটমায়ারের ঝড়ে লড়াইয়ের পুঁজি পেল খুলনা

হেলিকপ্টার নিয়ে কর্মচারীর বাড়িতে হাজির সৌদি মালিক

পাঁচদিনের ব্যবধানে ২ বার বাড়ল সোনার দাম

কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে : তারেক রহমান

অর্থসংকট থাকা সত্ত্বেও বাড়ছে না বিদ্যুতের দাম

উত্তরবঙ্গে পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

মহাকাশ থেকে ক্ষুদ্র প্রাণী ক্রিল গণনা

৪০ কোটি পেরিয়েছে ‘দুষ্টু কোকিল’, দেশীয় সিনেমার গানে রেকর্ড