বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মহাকাশ থেকে ক্ষুদ্র প্রাণী ক্রিল গণনা

news-image

সমুদ্রের পানির রঙের সূক্ষ্ম পরিবর্তন বিশ্লেষণ করে মহাকাশ থেকে ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী ক্রিলের গণনার কথা জানিয়েছে বিজ্ঞানীরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্টার্কটিক অঞ্চলের ক্রিল কয়েক সেন্টিমিটার লম্বা। তিমি, পেঙ্গুইন, সীল এবং বিভিন্ন সামুদ্রিক পাখিসহ অসংখ্য সামুদ্রিক বন্যপ্রাণী এই ছোট্ট প্রাণীগুলোর ওপর নির্ভরশীল। কিন্তু অতিরিক্ত মাছ ধরা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্রিলের সংখ্যা হ্রাস পাওয়ায় সংরক্ষণ বিজ্ঞানীরা এ ব্যাপারে উদ্বিগ্ন।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাজ্যের স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয়, ডব্লিডব্লিএফ এবং ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের (বিএবি) গবেষকরা যৌথভাবে এই গণনা পদ্ধতি উদ্ভাবন করছেন। এ্ই পদ্ধতির মাধ্যমে সমুদ্রে থাকা ক্রিলের ঘনত্ব ও পানির রঙের পরিবর্তন বিশ্লেষণ করেই ক্রিল গণনা করা যাবে।

সম্প্রতি স্কটল্যান্ডের স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. কেট ম্যাককেরি অ্যান্টার্কটিকা সফর করেছেন এবং সেখানে ক্রিল সংগ্রহ করে এই প্রভাব পরিমাপ করেছেন। তিনি বলেন, আমরা প্রথমে সমুদ্রের পানির আলোক শোষণ ক্ষমতা পরিমাপ করি। তারপর একটি ক্রিল পানিতে যোগ করে আবার পরিমাপ করি। এরপর আরেকটি ক্রিল যোগ করে পুনরায় পরিমাপ করি। আর এই পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা বুঝতে পারেন ক্রিলের ঘনত্বের কারণে কীভাবে সমুদ্রের পানির আলোক শোষণ ক্ষমতাকে পরিবর্তন করে। যা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে মহাকাশ থেকে ক্রিলের সংখ্যা নির্ধারণে সহায়তা করে।

তিনি আরও বলেন, ক্রিল হলো বিশাল সামুদ্রিক প্রাণীদের খাদ্য। বিশেষ করে তিমি, যা হাজার হাজার বছর কিলোমিটার দূর থেকে অ্যান্টার্কটিকায় এসে এগুলো খায়। আর ক্রিল বরফের নিচে জন্ম নেওয়া ক্ষুদ্র উদ্ভিদের (ফাইটোপ্ল্যাঙ্কটন) খাদ্য গ্রহণ করে। এই ক্ষুদ্র উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং গ্রহের উষ্ণতা কমাতে সাহায্য করে। আবার তিমির মলমূত্র থেকে পুষ্টি সংগ্রহ করে এই ক্ষুদ্র উদ্ভিদ বৃদ্ধিতে সহায়তা করে। কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা এই চক্রকে বিপন্ন করতে পারে এবং ক্রিলের সংখ্যা কমিয়ে দিতে পারে বলে বিজ্ঞানীরা ধারনা।

যুক্তরাজ্যের দি ওয়াইল্ড লাইফ চ্যারিটি প্রধান পোলার উপদেষ্টা রড ডাউনি বলেন, অ্যান্টার্কটিক ক্রিল হলো দক্ষিণ মহাসাগরের সুপার হিরো। এটি ছোট হলেও গুরুত্বপূর্ণ প্রাণী, যা বিশাল সামুদ্রিক বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখছে। তবে জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত মাছ ধরার কারণে তারা এখন হুমকির মুখে।

তিনি বলেন, আমরা অবিলম্বে ক্রিলের আবাসস্থল সংরক্ষণের জন্য সামুদ্রিক সংরক্ষিত অঞ্চলগুলোর একটি নেটওয়ার্ক তৈরি করতে চাই এবং এই গবেষণা আমাদের সেই প্রচেষ্টায় সহায়তা করবে।

এ জাতীয় আরও খবর

বিএফডিসির সক্ষমতা বৃদ্ধিতে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

স্বৈরাচারের নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে: তারেক রহমান

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির মশাল মিছিল

সংস্কারের যেসব বিষয়ে দলগুলো একমত তা প্রকাশের দাবি বিএনপির

ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্ত বন্ধসহ ৫ বড় সিদ্ধান্ত মোদির

নবীনগরে যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

৭ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারল বাংলাদেশ

কাশ্মীর ইস্যুতে মোদিকে ফোন, ‘কী বার্তা’ দিলেন ট্রাম্প

বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন, নৌকা বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু