বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

তিতাস নদীতে কচুরিপানার জট: দূষিত হচ্ছে পানি, ব্যাহত হচ্ছে মাছের প্রজনন

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদে কচুরিপানার জট পুরো তিতাস নদী ঘিরে ফেলায় নষ্ট হয়ে গেছে পানি। কোথাও কোথাও কচুরিপানার জট এতটাই চাপা যে, অনায়াসে এর উপর দিয়ে হেঁটে নদীর এপার থেকে ওপারে যাওয়া যায়। তার উপর জন্মেছে পরগাছা। পানি নষ্ট ও দূষিত হওয়ায় দেশীয় প্রজাতির মাছ মরে যাচ্ছে। অথচ সরকার প্রতি বছর দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নদীসহ উন্মুক্ত জলাশয়ে লক্ষ লক্ষ টাকার মাছের পোনা অবমুক্ত করেন।

তথ্যানুসন্ধানে জানা যায়, ফরদাবাদে এক সময়ে তিতাস নদীতে নৌযান চলাচল করতো। পাশাপাশি নদীতে কার্প ও দেশীয় প্রজাতির মাছ শিকার করে কয়েক হাজার জেলে পরিবার জীবিকা নির্বাহ করতো।

এ নদীর সুস্বাদু মাছের চাহিদা ছিল দেশের সর্বত্র। তিতাস নদীতে এক সময় দেশীয় প্রজাতির বিশেষ করে পাবদা, সরপুঁটি, বোয়াল, শিং, মাগুর, কই, শইল, ফইলা, চিতল মাছ প্রচুর পরিমাণে আহরিত হতো। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বাজারজাত হতো।

সম্প্রতি পুরো নদীটি কচুরিপানার ঝট লেগেছে। কচুরিপানা সরানোর উদ্যোগ গ্রহণ না করার কারণে বন্ধ হয়ে যায় নৌপথ। একই সাথে অতিরিক্ত কচুরিপানার কারণে নদীর পানি নষ্ট হয়ে মাছ মরে ধ্বংশ হয়ে যাচ্ছে। নদীতে মাছ শিকার করতে না পেরে হাজার জেলে পরিবার অনাহারে- অর্ধাহারে দিন কাটাচ্ছে।

বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে জানা যায়, তিতাস ও শাখা নদী ঢোলভাঙা নদীতে উপজেলা জুড়ে শাখা প্রশাখা রয়েছে। প্রায় সব স্থানে কচুরিপানার ভয়াবহ জটে দূষিত পানিতে দেশীয় প্রজাতির মাছ ক্রমান্বয়ে বিলুপ্ত হওয়ায় জেলেদের বেঁচে থাকার স্বপ্ন ভেস্তে যেতে বসেছে। কচুরিপানা সরানোর বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করছে মাঝি ও জেলে পরিবারের সদস্যরা। তিতাস নদী দূষণমুক্ত রাখা, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং জেলেদের জীবিকা নির্বাহ অব্যাহত রাখতে কচুরিপানা পরিষ্কার করা ছাড়া বিকল্প কোন পথ নেই বলে মনে করেন মৎস্যজীবীরা।

উপজেলার গোকুলনগর ও ফরদাবাদ মোড় এলাকার জেলে স্বপন কৃষ্ণ দাস (৪৫), তপন দাস (৬০), হারাধন দাস (৪৮) আলমগীর (৪০) সহ বেশ কয়েকজন জানিয়েছেন, প্রায় এক হাজার জেলে ও মৎস্য চাষী এ নদীতে মাছ শিকার করে এক সময় পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতো। কিন্তু বর্তমানে কচুরিপানার কারনে মাছ শিকার করতে পারেন না তারা। এতে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। কচুরিপানা সরালে পূর্বের ন্যায় আবারো তারা মাছ শিকার করতে পারবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদা ইসলাম বলেন, এ উপজেলাতে এক সময়ে মাছ উৎপাদনে অনেক সুনাম ছিল। কিন্তু এখন তিতাস নদ নদীতে কচুরিপানার কারনে এখন আর মাছ চাষ করা যায়না। মাছ চাষের উপযোগী করতে কচুরিপানা অপসারন করা প্রয়োজন। তিনি অনেকবার উদ্যোগ নিলেও তা কার্যকর হয়নি। তিনি সংশ্লিষ্ট দফতরের উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।

এ জাতীয় আরও খবর

শ্রম আইন আইএলওর মানদণ্ডে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যুতে শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা, চলছে ভাঙচুর

নবীনগরে বিয়ে বাড়িতে মনাক বাহিনীর হামলায় চারজন গুলিবিদ্ধ, থানায় মামলা

হেটমায়ারের ঝড়ে লড়াইয়ের পুঁজি পেল খুলনা

হেলিকপ্টার নিয়ে কর্মচারীর বাড়িতে হাজির সৌদি মালিক

পাঁচদিনের ব্যবধানে ২ বার বাড়ল সোনার দাম

কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে : তারেক রহমান

অর্থসংকট থাকা সত্ত্বেও বাড়ছে না বিদ্যুতের দাম

উত্তরবঙ্গে পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

মহাকাশ থেকে ক্ষুদ্র প্রাণী ক্রিল গণনা

৪০ কোটি পেরিয়েছে ‘দুষ্টু কোকিল’, দেশীয় সিনেমার গানে রেকর্ড