বাঞ্ছারামপুরপ অবৈধউপায়ে বালু উত্তোলন : ড্রেজার জব্দ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের সাধুরবাগ নামক বাগান বাড়ির পাশে থেকে কৃষি জমি কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.নজরুল ইসলামের মোবাইল কোর্ট ড্রেজারের মালিক মো.মোস্তফা পালিয়ে গেলে তার ড্রেজারের মেশিন জব্দ করে নিয়ে আসে প্রশাসন।
খোজ নিয়ে জানা গেছে, দীর্ঘ অনেকদিন যাবত বালুখেকোখ্যাত মোস্তফা অবৈধভাবে বালু ড্রেজারের মাধ্যমে দুইটি বিশাল বড় মেশিন বসিয়ে রূপসদী খানেপাড়াতে জন্টু দেবনাথ এবং নির্মল দেবনাথ ও রূপসদী উত্তর বাজারের সোনালী ব্যাংকের পাশে বালু ভরাট করে আসছিলেন।বহুদিন যাবত অবৈধভাবে কৃষি জমি থেকে বালু ভরাটের কারনে ক্ষতিগ্রস্ত হচ্ছিল আবাদি ভূমি।
এসি ল্যান্ড নজরুল ইসলাম জানান, “আজ বাঞ্ছারামপুর মোবাইল কোর্টের অভিযানে অবৈধভাবে কৃষি জমি নষ্ট করার অভিযোগে দুইটি ড্রেজারের হতে একটি ড্রেজার, পাইপ উদ্ধার করা হয়েছে।”