ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আল্লাহ’র সুদৃষ্টি পেতে এতেকাফে বসেন মুসলিম অনুসারী বহু বুজুর্গ। সাধনায় মনোনিবেশ করতে যুগে যুগে নির্জন স্থানকে বেছে নিয়েছেন অনেকে সূফি-সাধক। জাগতিক সব লালসাকে এক পাশে রেখে মগ্ন হয়েছেন গভীর ধ্যানে। নিজেকে চিনতে এমনি নির্জন এক চরে ১০ ফুট গর্তের ভেতর এবার সাধনায় বসেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মায়ারামপুর গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম রেজভী।
এক্ষেত্রে তিনি বেছে নিয়েছেন মেঘনা নদীতে জেগে উঠা নতুন চরকে। এর একপাশে কুমিল্লা, অন্যপাশে নারায়ণগঞ্জ, আর আরেক দিকে ব্রাহ্মণবাড়িয়া। চরটিতে নেই কোনো মানুষের আনাগোনা।
কোলাহলমুক্ত এ চরে টানা ২১ দিন গভীর ধ্যানে মগ্ন থাকার কথা জানিয়েছেন তিনি।
নিজেকে পাপাচার থেকে মুক্ত ও আত্মশুদ্ধি অর্জনের জন্য সাধনার অংশ হিসেবে ২১ দিন মৌনব্রত (কথা না বলা) পালন করবেন রফিকুল। এ সময় স্বজনদের সাথেও থাকবে না কোনো যোগাযোগ।
বুধবার (২৫ ডিসেম্বর) বাড়ি থেকে এ দ্বীপের উদ্দেশে যাত্রা করেন তিনি। এ সময় তাকে বিদায় জানায় এলাকাবাসী।
নির্জন এ দ্বীপে সাধনার বিষয়টি নিয়ে মোহাম্মদ রফিকুল বলেন, ‘আমি আমার মা ও এলাকাবাসীর দোয়া নিয়ে এই নির্জন জায়গায় এসেছি। এখানে আত্মশুদ্ধির উদ্দেশ্যে কোরআন-হাদিস মোতাবেক কিছু আমল করবো। এর বাইরে আমি যাবো না। এখান থেকে অর্জিত জ্ঞান আর বার্তা সবার কাছে পৌঁছে দিয়ে নবীপ্রেমে মানুষকে উদ্ধুদ্ধ করাটাই আমার মূল উদ্দেশ্যে।’
তিনি আরও বলেন, ‘সাধনাতেই সন্ধান মেলে অজানা কিছুর। সূফি-সাধকদের কাটানো জীবন নিজের ভেতর ধারণ করতেই এখানে আসা। কোলাহলমুক্ত থেকে কী থেকে আমার সৃষ্টি, কোথায় আমার যাত্রা, কী করা উচিত, জীবনের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্ক অনুধাবন, সৃষ্টির সঙ্গে স্রষ্টার সম্পর্ক, একাগ্রচিত্তে আল্লাহ ও নবীপ্রেমে মগ্ন হতেই এই দ্বীপ যাত্রা। এর মধ্যদিয়ে অজানা কিছু জানতে চাই, আর জানাতে চাই।’
মোট ৬৩ দিন নির্জনতায় সাধনার এটি প্রথম পর্ব (২১ দিন) বলে জানান তিনি।
স্থানীয়রা বলছেন, এমন নির্জন দ্বীপে সাপ, বিচ্ছু ও শেয়ালসহ নানান রকমের ভয়ংকর প্রাণীর আক্রমণের সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি জায়গাটিকে বেছে নিয়েছেন। মনে বিশ্বাস আর সাহস না থাকলে এমনটি সম্ভব নয়। সৃষ্টির সঙ্গে স্রষ্টার সম্পর্ক অনুধাবন করতে না পারলে এখানে থাকাও সম্ভব নয়।এতে সফল হয়ে জীবনের এক ভিন্ন বার্তা দিয়ে সবাইকে নতুন জ্ঞানে সমৃদ্ধ করবেন বলেও আশাবাদী তারা।
বিষয়টি জানাজানি হবার পর,অনেকেই আবার বাঁকা চোখেও দেখছেন।অনেকে মন্তব্য করছেন,নির্জনতা চাইলে তিনি মিডিয়াকে ডেকে এনে কেন ব্যবহার করে নিজেকে এতোটা জাহির করছেন!প্রচার চাইছেন?