শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাজার মূলধন কমলো ১২ হাজার কোটি টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : দিন যত যাচ্ছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা তত ভারী হচ্ছে। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে সপ্তাহের ব্যবধানে কমেছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে বড় অঙ্কে বাজার মূলধন কমেছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন গত সপ্তাহে প্রায় ১২ হাজার কোটি টাকা কমে গেছে। প্রধান মূল্যসূচক কমেছে ১৫০ পয়েন্টের বেশি। সেই সঙ্গে কমেছে গড় লেনদেনের পরিমাণ।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে মাত্র এক কার্যদিবসে মূল্যসূচক সামান্য বাড়ে। তবে প্রতিটি কার্যদিবসেই দাম কমার তালিকায় ছিল বেশি প্রতিষ্ঠান। এতে গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ৭২টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ২৮৭টির। আর ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬২ হাজার ৭১৯ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৭৪ হাজার ৬৭৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১১ হাজার ৯৫৯ কোটি টাকা বা ১ দশমিক ৭৭ শতাংশ।

দাম কমার তালিকায় বেশিরভাগ প্রতিষ্ঠান থাকায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে কমেছে ১৫৭ দশমিক ৭৫ পয়েন্ট বা ২ দশমিক ৯৫ শতাংশ। প্রধান মূল্যসূচকের পাশাপাশি গত সপ্তাহে কমেছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক। গত সপ্তাহে সূচকটি কমেছে ৬৭ দশমিক ৩৬ পয়েন্ট বা ৩ দশমিক ৩৯ শতাংশ। আর ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহে কমেছে ৩৭ দশমিক ৯৬ পয়েন্ট বা ৩ দশমিক ১৯ শতাংশ।

সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের গতিও কমেছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৮০ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৫৫৪ কোটি ২ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৮৮ কোটি ২২ লাখ টাকা বা ১৫ দশমিক ৯২ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে অগ্নি সিস্টেমের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৪ কোটি ৭৮ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩ দশমিক ১৭ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১২ কোটি ৯ লাখ টাকা। প্রতিদিন গড়ে ১১ কোটি ৩৫ লাখ টাকা লেনাদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বিচ হ্যাচারি, লাভেলো আইসক্রিম, ইসলামী ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ফাইন ফুডস এবং ফারইস্ট নিটিং।

 

এ জাতীয় আরও খবর

৭ দিনের মধ্যে সমাধান চান রিকশাচালক-মালিকরা

জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ

বিতাড়িত স্বৈরাচার বিদেশি প্রভুদের নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে : তারেক রহমান

বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন : নাহিদ ইসলাম

প্রেমের টানে কোরিয়ান যুবক বাংলাদেশে

শীতে জবুথবু কুড়িগ্রাম

এবার রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ৭ দাবি

একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার হবে না: ফখরুল

দিল্লির বায়ু আজও দুর্যোগপূর্ণ, খুবই অস্বাস্থ্যকর ঢাকায়

১০৪ রানেই গুটিয়ে গেলো অস্ট্রেলিয়া

পেয়ারা পাতা চিবিয়ে খেলে যে উপকার পাওয়া যায়

আবারও মা হতে চলেছেন সানা খান