শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কোটা সংস্কারের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর বিবেচনায়

news-image

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলন নিয়ে তরুণ সমাজের দায়িত্বশীল আচরণ কামনা করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে। ধৈর্য ধরুন। কারো উস্কানি বা ষড়যন্ত্রের ফাঁদে পা না দিবেন না।

সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কারে সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনে সরাসরি ঢুকে পড়েছে বিএনপির-জামায়াতের সশস্ত্র ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্রশিবির। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের ওপর মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে।

বিএনপি-জামায়াতের এই নির্মমতা থেকে নিজের সন্তানদের নিরাপদে রাখতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, কোটা সংস্কারের যৌক্তিক বিষয় প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারাদেশে বিএনপি-জামায়াতের চিত্র তুলে ধরে বলেন, দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর মো. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শাজাহান খান, কামরুল ইসলাম, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা।

এ জাতীয় আরও খবর

এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?

‘ঢাকাইয়া দেবদাস’ হচ্ছেন আদর, সঙ্গী বুবলী

দিল্লিতে নেতাকর্মীদের সঙ্গে হাসিনার বৈঠকের খবর ভুয়া

রাজশাহীতে অ্যাম্বুলেন্সে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, ৩ বন্ধু নিহত

এখন খুব চিন্তা করে কথা বলতে হয় : তাহসান

জাহানারা ইস্যুতে মুশফিকের তীব্র নিন্দা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আজকের বিএনপি জিয়াউর রহমানের বিএনপি নয়: তাহের

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ফরিদপুর রণক্ষেত্র

রিজভীর পা ধরে সালাম করে ক্লোজড হলেন ট্রাফিক সার্জেন্ট আরিফুল

জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না : নাহিদ ইসলাম

ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না : মির্জা ফখরুল