শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মায়ের মৃত্যুর সংবাদ শুনে প্রবাস থেকে এসেছেন শাহআলম , দূর্ঘটনায় ভগ্নিপতিসহ নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : মমতা ময়ী মায়ের মৃত্যুর খবরে এক নজর দেখতে সূদুর ইতালি থেকে ছুটে এসেছেন প্রবাসী শাহ আলম। বৃহস্পতিবার তিনি দেশে ফেরেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আনার জন্য মাইক্রোবাস নিয়ে ভগ্নিপতিসহ দুই স্বজন গিয়েছিলেন। ফেরার পথে নরসিংদীর শিবপুরে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাঁদের মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহ আলম ও তার ভগ্নিপতি সেলিম মিয়া নিহত হন।

খোঁজ নিয়ে জানা যায়, জেলা সদর উপজেলার নাটাই গ্রামের শাহজাহান মেম্বারের ছেলে শাহ আলম ভাই-বোনদের মধ্যে তৃতীয়।বিগত ১৫ বছর আগে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন তিনি। সেখানেই স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন। নিহত ভগ্নিপতি সেলিম পাশ্ববর্তী ভাটপাড়া গ্রামের শামসুউদ্দিনের ছেলে। এ ঘটনায় গাড়ির চালকসহ আরো দুইজন আহত হন।
একদিকে মায়ের মৃত্যু অপর দিকে ছেলে ও জামাতার মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।  দুর্ঘটনার খবর পেয়ে দুপুরে মায়ের দাফন শেষ করে তাদের দু,জনের নিথর দেহ আনতে নরসিংদী ছুটে যান পরিবারের সদস্যরা। অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের তিনজনের চলে যাওয়া কিছুতে মানতে পারছেন না স্বজনরা।
নিহতের ভাই শাহ আলম জানান, তাদের বহনকারী মাইক্রোবাসটির ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালানোর পাশাপাশি ফোনে কথা বলছিলেন।
এদিকে, গত বৃহস্হপতিবার রাতে  সদর উপজেলার নাটাই উত্তর গ্রামের বাড়িতে পৌঁছায় শাহ আলমের (৫৫) লাশ। এর আগে(২২ফেব্রয়ারি) দুপুরে তাঁর মা ফিরোজা বেগমের (৯০) দাফন সম্পন্ন হয়।(২৩ ফেব্রয়ারি)শুক্রবার  শাহআলের জানাযার নামাজ সম্পূর্ণ হয়েছে বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

ফ্যাসিবাদী ছাড়া কারও সঙ্গে শত্রুতা থাকবে না : উপদেষ্টা আসিফ

ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পের আহ্বান তারেক রহমানের

গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন : নাসিরুদ্দিন পাটোয়ারী

খুবি শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

‘তুমি আমার জীবনের রামধনু’

বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’, মহড়াসহ আরও যা হবে

ওমরাহ যাত্রীদের টিকার জট কাটছে দেশীয় ইনগোভ্যাক্সে

মিরসরাইয়ে শিক্ষার্থীদের নিয়ে খাদে পড়ে গেলো পিকনিকের বাস

চলন্ত ট্রেনে অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা পাবেন না রেলকর্মীরা

ফি কমলেও বিসিএসের আবেদনে ভাটা, বড় বাধা সেশনজট

ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে: রিজভী