মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের চেয়ে এই জয় আলাদা: মাশরাফী

news-image

অনলাইন ডেস্ক : দেড় বছর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় করে বাংলাদেশ। তবে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার চোখে ওই সিরিজ দুটির চয়ে ইংল্যান্ডের বিপক্ষে এবারের সিরিজ জয়ের মাহাত্ম্য আলাদা।

কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান বাংলাদেশের টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজানোর কাজটা দারুণভাবে শুরু করেছেন বলেও মনে করেন ‘নড়াইল এক্সপ্রেস’।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রবিবার ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে বাংলাদেশ। ইংলিশরা টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তাদের বিপক্ষে স্বাগতিকরা জিতেছিল ৬ উইকেটে। এদিনের জয়ে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জয়ের আনন্দে মাতল সাকিব-মিরাজরা।

বাংলাদেশের ম্যাচ শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে মাশরাফী লিখেন, ‘অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড। দেশের মাঠে বড় তিনটি দলকে টি-টোয়েন্টি সিরিজে হারাল বাংলাদেশ। তবে এই জয়টা একটু আলাদা।’

মাশরাফী মনে করেন, ‘কারণ, তরুণদের নিয়ে যেভাবে দলটা গড়েছে, সেটা এক কথায় অসাধারণ। টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজানো দরকার ছিল, হাথুরুসিংহে এবং সাকিব দারুণভাবে সেই কাজটা করেছে।’

তবে মাশরাফী কিছু বাস্তবতার কথাও মনে করিয়ে দিয়েছেন, ‘ভালো উইকেটে এই দলটারও কঠিন সময় আসবে, কিন্তু সবার ধৈর্য রাখা জরুরি। তরুণদের এই ফরম্যাটে খেলার সুযোগ করে দিতে হবে এবং এর মধ্য দিয়েই আস্তে আস্তে দারুণ একটা দল হবে ইনশা আল্লাহ।’

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে এবারই প্রথম খেলছে বাংলাদেশ। দলে যে পরিবর্তনগুলো আনা হয়েছে তাকে ইতিবাচক মনে করছেন মাশরাফী, ‘অনেক দেরিতে হলেও এই পরিবর্তনটা টি-টোয়েন্টিতে খুব প্রয়োজন ছিল। যদিও এটা একান্তই আমার মতামত।’

নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও দলের বোলিং ইউনিটের প্রশংসা করে মাশরাফী লিখেন, ‘শান্ত ইউ বিউটি ম্যান, মিরাজ অসাধারণ, পুরো বোলিং ইউনিট দারুণ। অভিনন্দন বাংলাদেশ।’