রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাইগার স্পিনারদের নিয়ে হেরাথের মিশন শুরু

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় দলের স্পিনার বলতেই বাঁ-হাতি ও ডান-হাতি অফ স্পিনারদের চেহারা ভেসে ওঠে। এক সময় জাতীয় দলের হয়ে লেগ স্পিনাররা খেললেও সেটি এখন অসম্ভব হয়ে পড়েছে। এ নিয়ে মাঝেমধ্যে আলোচনা হলেও কার্যকর পদক্ষেপ কোনো নিতে দেখা যায় না। তবে এবারের বিপিএল শেষে ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন লেগ-স্পিনার খোঁজার মিশনে নামার ঘোষণা দেন। তার আগেই সব ধরনের স্পিনারদের নিয়ে কাজ শুরু করেছেন টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথ।

সাবেক লঙ্কান স্পিনার হেরাথের অধীনে মিরপুরের একাডেমি মাঠে ৩ দিনের স্পিন বোলিংয়ের বিশেষ ক্যাম্প শুরু হয়েছে। যেখানে প্রথম দিনেই দেখা গেছে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও রিশাদ হোসেনকে। এছাড়া হাসান মুরাদকে নিয়েও কাজ করেছেন হেরাথ। তার সঙ্গে এই ক্যাম্পে রয়েছেন জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সও।

এর আগে, বিসিবি সভাপতির ঘোষণার পর দেশের ক্রিকেটে হেড অব প্রোগ্রাম হিসেবে ডেভিড মুরকে নিয়োগ দেওয়া হয়েছে। তার নেতৃত্বেই একাডেমি মাঠে স্পিনারদের ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে। তবে শীঘ্রই সারাদেশ থেকে লেগ-স্পিনার খোঁজার কাজ শুরু করবেন তিনি। পর্যায়ক্রমে এ কার্যক্রম প্রতিটি জেলা, বিভাগে চালানো হবে।

সদ্য সমাপ্ত বিপিএলের ফাইনাল শেষে পাপন বলেছিলেন, ‘এখনই জাতীয় দলে খেলতে পারবে এমন ছেলে পাবো না। আমরা যদি পটেনশিয়ালিটি আছে এমন কাউকে পাই, তাদের ভালো কোচের অধীনে ৬ মাসের অনুশীলনে যুক্ত করতে পারি। এতে এক বছর পরে হলেও আমরা একজন ভালো লেগ স্পিনার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ওই চেষ্টাটাই করবো।’

এ জাতীয় আরও খবর

শ্রীপুরে ট্রেনের ধাক্কায় রেলসেতু থেকে পড়ে নিহত ২

হিলিতে কাঁচা মরিচের দাম বাড়ল কেজিতে ৪০ টাকা

পা দিয়ে লিখে জিপিএ-৫, চমকে দিল রাব্বি

দেশে দুর্নীতি এক দিনে তৈরি হয়নি : নৌপরিবহন প্রতিমন্ত্রী

সরকার স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে : কৃষিমন্ত্রী

বনানী করবস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন হায়দার আকবর খান রনো

নাইক্ষ্যংছড়ি সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা

জানা গেল সেই তিন জনপ্রতিনিধির এসএসসির ফল

শোবিজ অঙ্গনের যোদ্ধা মায়েরা

ডোনাল্ড লুকে নিয়ে বিএনপি উদ্ভট চিন্তা করছে : কাদের

বিএনপি এখন অদৃশ্য শক্তির ওপর নির্ভর হয়ে পড়ছে : পররাষ্ট্রমন্ত্রী

সেন্সরবোর্ড সদস্য হলেন পূর্ণিমা