মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিলের প্রতিবেশী দেশে পেলের নামে স্টেডিয়াম

news-image

স্পোর্টস ডেস্ক : কেপ ভার্দের পর এবার ব্রাজিলের প্রতিবেশী দেশ কলম্বিয়ায় পেলের নামে একটি স্টেডিয়ামের নামকরণ করা হলো। সমর্থকদের কাঁদিয়ে গত ২৯ ডিসেম্বর পরপারে পাড়ি জমান ব্রাজিল তথা ফুটবল বিশ্বের মহাতারকা পেলে। তার অন্ত্যেষ্টিতে হাজির হয়ে ফিফা সভাপতি প্রতিটি সদস্য দেশকে অনুরোধ করেছিলেন পেলের নামে একটি স্টেডিয়ামের নামকরণের জন্য। এই নিয়ে এগিয়ে এল দু’টি দেশ।

কলম্বিয়ার দক্ষিণ দিকের একটি প্রদেশের গভর্নর ঠিক করেছেন, সেই অঞ্চলের একটি স্টেডিয়ামের নাম রাখা হবে পেলের নামে। জুয়ান গিলের্মো জুলুয়াগে নামে ওই গভর্নর জানিয়েছে, ভিলাভিসেনসিয়ো শহরের একটি স্টেডিয়ামকে এ বার থেকে ডাকা হবে ‘বেলো হরিজন্তে রেই পেলে’ নামে। রেই পেলের শব্দের অর্থ রাজা পেলে। স্প্যানিশ ভাষায় বেলো হরিজন্তের অর্থ সুন্দর আকাশ। গভর্নর জুলুয়াগা বলেছেন, ‘পেলে কে ছিলেন, সেটা জানা দরকার ভবিষ্যৎ প্রজন্মের।’

এর আগে ১৯৫৮ সালে এই স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়। যেখানে ১৫ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। দেশটির দ্বিতীয় ডিভিশনের ক্লাব লানেরোস এই মাঠটি ব্যবহার করে। ব্রাজিলের উত্তর-পূর্বের শহর মাসেইয়োর একটি স্টেডিয়াম অনেক দিন ধরেই রয়েছে পেলের নামে।

পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে ইনফান্তিনো বলেন, ‘বিশ্বের সব ফুটবল খেলুড়ে দেশকে আমরা বলব তাদের দেশের একটি স্টেডিয়ামের নাম পেলের নামে রাখতে।’

ফুটবল ইতিহাসে পেলে একমাত্র ফুটবলার যিনি তিন বার বিশ্বকাপ জিতেছেন। ফিফা তাকে বিংশ শতকের সেরা ফুটবলার বলে ঘোষণা করেছিল।