মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, ৯.৫ ডিগ্রি সেলসিয়াস

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। মৃদু শৈত্য প্রবাহের কারণে জনজীবনে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। ঠান্ডা বেড়ে যাওয়ায় শীতজনিত রোগে শিশুসহ বিভিন্ন বয়সী রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে জেলায়। প্রতিদিনই হ্রাস পাচ্ছে তাপমাত্রা। এক দিনের ব্যবধানে হ্রাস পেয়েছে ২ ডিগ্রি তাপমাত্রা। গতকালও (বৃহস্পতিবার) চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, সারাদিন চুয়াডাঙ্গায় অস্বাভাবিক তাপমাত্রার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে। দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের খেটে-খাওয়া মানুষ। তারা অনেকেই বাইরে কাজে যেতে পারছেন না। শহরেও লোকসমাগম কম।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, হঠাৎ করে চুয়াডাঙ্গায় ঠান্ডার প্রকোপ বেড়েছে। শিশুরা ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। ঠান্ডার উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, চুয়াডাঙ্গায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। মৃদু শৈত্য প্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এ কারণে শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা হ্রাস পাচ্ছে প্রতিদিন। রাতে তাপমাত্রা কমে যাচ্ছে।