এইচএসসির পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তার মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে চলমান এইচএসসি পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব পালনকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহ জামাল।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনিরুজ্জামান বিএম কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
শাহ জামালের গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার বাইমাইল এলাকায়। মৃত্যুকালে তিনি স্ত্রী আয়েশা এবং দুই মেয়ে সৌমী ও তায়েবাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ভূঞাপুর সহকারী উপজেলা শিক্ষা অফিসার রেজাউল ইসলাম জানান, আজ সকালে উপজেলার মনিরুজ্জামান বিএম কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহ জামাল।
বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মেঝেতে পড়ে যান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহ জামাল ২০১৪ সালে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সহকারী শিক্ষক ছিলেন।