মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুজ্বরে প্রাণ গেল তরুণ ক্রিকেটারের

news-image

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাব্বি গাছি (২০) নামের এক তরুণ ক্রিকেটারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে, গত ৯ নভেম্বর তাকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়েছিল।

রাব্বি গাছি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় বেশবপুর গ্রামের জাহাঙ্গীর গাছির একমাত্র ছেলে। তিনি ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে রাব্বির জ্বর হলে শিবচরের একটি হাসপাতালে ভর্তি হয়। পরে টেস্টে ডেঙ্গু ধরা পড়লে গত ৯ নভেম্বর তাকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

রাব্বির পরিবার জানান, ক্রিকেট খেলার প্রতি প্রবল ঝোঁক ছিল রাব্বির। ২০১৯ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বয়সভিত্তিক ক্রিকেট বালক দলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং খেলায় অংশ নিতে সুইজারল্যান্ড গিয়েছিল রাব্বি। এছাড়া ক্রিকেট খেলতে ভারতও সফর করেছিল দলের সঙ্গে।

স্থানীয়রা জানান, ছেলেটি খেলাধুলা নিয়েই থাকতো। বাড়িতে এলে এলাকার ছেলেদের নিয়ে খেলাধুলা করতো। দুইবার বিদেশে গিয়েও খেলেছে। রাব্বির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে প্রায় বাকরুদ্ধ তার পরিবারের সদস্যরা। রাব্বির বাবা জাহাঙ্গীর গাছি বলেন, আমার ছেলে খেলাধুলায় ভালো ছিল। ঘরভর্তি নানান ট্রফি পড়ে আছে। অথচ আমার রাব্বি নাই!

রব্বির চাচাতো ভাই সাংবাদিক হায়দার আলী বলেন, গত সপ্তাহে রাব্বির ডেঙ্গু ধরা পড়লে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়।গতকাল আমি তাকে হাসপাতালে দেখতে যাই। রাতে সে মারা গেছে। আমরা সবাই ওর জন্য শোকাহত।

বুধবার দুপুর ২টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

নিভেছে সুন্দরবনের আগুন, আরও ২-৩ দিন থাকবে পর্যবেক্ষণে

ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে

ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যানসহ আটক ১১

ভারতে লোকসভা নির্বাচনের ৩য় দফার ভোটগ্রহণ শুরু

গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত, রাফাহতে হামলার ঘোষণা ইসরায়েলের

সিরিজ নিশ্চিতের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

উপজেলা নির্বাচন : ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

চারদিনে ডিমের দাম বেড়েছে ডজনে ২০ টাকা

১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি

সুপ্রিমকোর্টের রায়ে ইমরান খান ক্ষমতায় ফেরার আশা

গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির গণতন্ত্রের প্রতি আগ্রহ কোনোদিন ছিল না : ওবায়দুল কাদের