বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ভয় দেখিয়ে লাভ নেই, আ.লীগের সঙ্গে জনগণ আছে’

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ হবে না। আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের জনগণ আছে। তারা দেখছে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কি করছে।

শনিবার (৫ নভেম্বর) সকালে সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ দেখছে ঘরে ঘরে বিদ্যুৎ, সুপেয় পানির ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন সব কিছু এই সরকার করছে।

রোহিঙ্গা প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে। তারা একেক সময় একেক কথা বলে।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আমরা বোঝা মনে করছি না। তারা বিপদে পড়ে আমাদের দেশে চলে এসেছে। আমরা তাদের জায়গা দিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের ১৬ কোটি মানুষ যখন খেতে পারছে আরও হয়ত কয়েক লাখ খাবে। আমরা চাই বিশ্বের যে সকল রাষ্ট্র আছে তারাসহ জাতিসংঘ দেখুক রোহিঙ্গারা কি অবস্থায় আছে। আমরা বিশ্বাস করি, মিয়ানমার যারা পরিচালনা করে তারা ন্যায়ের পথ দেখবে। তারা সমঝোতার পথে আসবে এবং রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেতে পারব।

নিত্যপণ্যের দাম সরকারের কারণে বাড়েনি উল্লেখ্য করে এমএ মান্নান বলেন, বিদেশিদের নিয়ন্ত্রণে ডলার, গ্যাস ও তেল। এখানে আমাদের কিছু করার নেই। আমরা খেটে খাওয়া মানুষ।

এর আগে ‘বঙ্গবন্ধু দর্শন, সমবায়ের উন্নয়ন’ স্লোগানে জাতীয় সমবায় দিবস উপলক্ষে শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

শ্রম আইন আইএলওর মানদণ্ডে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যুতে শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা, চলছে ভাঙচুর

তিতাস নদীতে কচুরিপানার জট: দূষিত হচ্ছে পানি, ব্যাহত হচ্ছে মাছের প্রজনন

নবীনগরে বিয়ে বাড়িতে মনাক বাহিনীর হামলায় চারজন গুলিবিদ্ধ, থানায় মামলা

হেটমায়ারের ঝড়ে লড়াইয়ের পুঁজি পেল খুলনা

হেলিকপ্টার নিয়ে কর্মচারীর বাড়িতে হাজির সৌদি মালিক

পাঁচদিনের ব্যবধানে ২ বার বাড়ল সোনার দাম

কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে : তারেক রহমান

অর্থসংকট থাকা সত্ত্বেও বাড়ছে না বিদ্যুতের দাম

উত্তরবঙ্গে পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

মহাকাশ থেকে ক্ষুদ্র প্রাণী ক্রিল গণনা