বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মঘটের নামে সন্ত্রাস ও শ্রমিক হয়রানি বন্ধের দাবি

বরিশাল প্রতিনিধি : বরিশালে ধর্মঘটের নামে সন্ত্রাস ও শ্রমিক হয়রানি বন্ধের দাবি জানিয়েছে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।

শুক্রবার (৪ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সংগঠক দুলাল মল্লিক ও মানিক হাওলাদার বরিশালে ৪ ও ৫ নভেম্বর ব্যাটারিচালিত তিন চাকার যানের ধর্মঘটের নামে শ্রমিক হয়রানি বন্ধের দাবি জানান।

তারা বলেন, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশালসহ সারাদেশে বিআরটিএ থেকে ব্যাটারিচালিত থ্রি হুইলারের লাইসেন্স প্রদানসহ মহাসড়কে থ্রি হুইলারের জন্য আলাদা লেন চালুর দাবি জানিয়ে আসছে। দীর্ঘ দশ বছরের আন্দোলনে এই মালিক সমিতি বা তথাকথিত কল্যাণ সংগঠনকে খুঁজে পাওয়া যায়নি। বরং গত মে মাসে তারা অটোরিকশার লাইসেন্স দেওয়ার কথা বলে ভাঁওতাবাজির সমাবেশ করে শ্রমিকদের বিভ্রান্ত করেছেন। এই কল্যাণ সমিতির সবার নামে চাঁদাবাজির মামলা আছে যা তদন্তের মাধ্যমে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে।

আরও বলেন, ৪ ও ৫ নভেম্বরের এই ধর্মঘট শ্রমিকের স্বার্থে ডাকা হয়নি, রাজনৈতিক উদ্দেশ্যে ডাকা হয়েছে। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে ডাকা এই ধর্মঘট সফল করতে রূপাতলী, নথুল্লাবাদসহ নগরীর বিভিন্ন স্থানে কালাম, আফজালসহ কতিপয় চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা জোরপূর্বক গাড়ি চলাচলে বাধা দিচ্ছে। সংগ্রাম পরিষদের স্টিকারযুক্ত গাড়িতেও সন্ত্রাসীরা চলাচলে অবৈধভাবে বাধা প্রদান করছে।

নেতৃবৃন্দ অবিলম্বে ধর্মঘটের নামে সন্ত্রাস ও শ্রমিক হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সরকারি জায়গা দখলের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ম্যাজিস্ট্রেট আহবান

নবীনগর শিশু  ধর্ষণ চেষ্টার অভিযুগে যুবক গ্রেপ্তার

নবীনগরে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ চলছে

নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জামায়াতের

অর্থ আত্মসাৎ, পুতুলের বিরুদ্ধে ২ মামলা

জিএম কাদেরের বিরুদ্ধে ৩ দেশে অর্থ পাচারের তথ্য পেয়েছে দুদক

ঈদের আগেই এলো রেমিট্যান্সের সুবাতাস

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ঢাকা আসছেন ২২ এপ্রিল

রসিক কর্মকর্তাদের অবরুদ্ধ করে বেতন-বোনাস আদায় করল কর্মচারীরা

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে: আমীর খসরু

বিচারিক আদালতে সব মামলা খালাস, দেশে ফিরে রাজনীতিতে বাধা নেই তারেক রহমানের

৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা