মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোবাইল-কম্পিউটারের সব মুছে ‘ফাঁস নিলেন’ বিশ্ববিদ্যালয়ের ছাত্র

news-image

নিজস্ব প্রতিবেদক : রামপুরা থেকে নিয়াজ মোর্শেদ নাদিম (২০) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিলেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা এলাকায় নিজ বাসা থেকে নাদিমের লাশ উদ্ধার করা হয়।

মোর্শেদের ভাই নাঈম বলেন, ‘আমরা দুই ভাই হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা ওয়াবদা রোডের বাসায় থাকি। আজ সকালে দেখতে পাই ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলছে। ধারণা করছি, সোমবার রাতের কোনো এক সময় সে নিজের কক্ষে গলায় ফাঁস দেয়। এর আগে নাদিম তার মোবাইল, ফেসবুক ও কম্পিউটারের সব কিছু রিসেট (মুছে) দিয়ে গেছে।’

তিনি বলেন, ‘আমরা কখনই নাদিমের কোনো অভাব অপূর্ণ রাখিনি। পরিবারের কারও সঙ্গে তার কোনো বিষয় নিয়ে মনোমালিন্য বা কথা-কাটাকাটি কিছুই হয়নি। কারও সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কি না, এই বিষয়েও আমরা কিছুই জানতে পারিনি।’

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দুপুরে আমরা ওই ছাত্রের লাশ উদ্ধার করি। কী কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’