মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫০ কর্মীর ১০ ঘণ্টার চেষ্টায় কূপ থেকে জীবিত উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জে কূপ খনন করতে গিয়ে বালু ধসে আটকে পড়া নির্মাণশ্রমিক আবু হাসানকে (২৮) জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টা থেকে টানা ১০ ঘণ্টা ফায়ার সার্ভিসের ৫০ জন কর্মী চেষ্টা চালিয়ে দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে ওই নির্মাণশ্রমিককে ২০ ফুট গভীর থেকে ওপরে তুলে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বদরগঞ্জ পৌর এলাকার বালুয়াভাটা গ্রামের বাবুল দাসের বাড়িতে টয়লেটের কূপ খননে গতকাল সকাল থেকে কাজ করছিলেন পৌর এলাকার শাহাপুর মাস্টারপাড়া গ্রামের আবু হাসানসহ চারজন নির্মাণশ্রমিক। দুপুর আড়াইটার দিকে খনন করা কূপ থেকে ওপরে উঠতে গিয়ে বালু ধসে আটকে পড়েন আবু হাসান। এ সময় অন্য তিন শ্রমিক ও আশপাশের লোকজন আবু হাসানকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।

সময় বাড়ার সঙ্গে সঙ্গে মাটির নিচে গলা পর্যন্ত আটকে পড়েন ওই শ্রমিক। এরপর দুপুর ৩টার দিকে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে রংপুর জেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কূপের চারপাশ থেকে মাটি সরিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তাকে কূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করতে অক্সিজেন সরবরাহ করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একসঙ্গে উদ্ধার কাজ চালায়। অবশেষে রাত ১২টা ৫৬ মিনিটে জীবিত অবস্থায় ওপরে তুলে আনা হয় আবু হাসানকে। পরে সেখান থেকে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উদ্ধার অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল, উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগীয় উপ-পরিচালক জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাশপিয়া তাসরিন, রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসউদ আলম, বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাকির মুবাশ্বির বলেন, ‘দীর্ঘ সময় মাটিচাপা থাকায় ওই শ্রমিকের পায়ে রক্ত চলাচল ব্যাহত হয়েছে। এ কারণে তিনি পা দুটি নাড়াতে পারছেন না। এ ছাড়া এই ঘটনায় তিনি ভয় পেয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাশপিয়া তাসরিন বলেন, ‘দুর্ঘটনার সংবাদ জানার পর থেকে কূপে আটকে থাকা শ্রমিককে উদ্ধারে সব চেষ্টা আমরা করেছি। আল্লাহর অশেষ রহমতে শেষ পর্যন্ত ওই শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগীয় উপ-পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘বালু ধ্বসে মাটির নিচে আটকে পড়েছিল নির্মাণ শ্রমিক আবু হাসান। আমরা তাকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করেছি। সনাতন পদ্ধতি অবলম্বন করায় প্রায় ৯ থেকে ১০ ঘণ্টা সময় লাগলেও উদ্ধার অভিযান সফল হয়েছে। এ অভিযানে ফায়ার সার্ভিসের রংপুর ও বদরগঞ্জের তিনটি ইউনিট কাজ করেছে।’