শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাক পেসারের হুমকি

news-image

ক্রীড়া ডেস্ক : আগামী ২২ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব। পর দিন মেলবোর্নে যাত্রা শুরু হবে ভারত ও পাকিস্তানের। বৈশ্বিক মঞ্চে মুখোমুখি হচ্ছেন এশিয়ান দুই জায়ান্ট। লড়াইয়ের সময় এখনো ঢের বাকি। কিন্তু মহারণের উত্তাপ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এই যেমন পাকিস্তানি পেসার হারিস রউফ অগ্রিম হুমকি দিয়ে রাখলেন ভারতীয় ব্যাটসম্যানদের।

রাজনৈতিক শীতল সম্পর্কের জের ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না কয়েক বছর হতে চলল। একমাত্র এশিয়া কাপ কিংবা বিশ্বকাপেই দেখা হচ্ছে দুদলের। কিছু দিন আগে শেষ হওয়া এশিয়া কাপে তাদের দেখা হয়েছে দুবার। গত বছর সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল দল দুটি। একপেশে সেই ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। আইসিসির টুর্নামেন্টে ওটাই ছিল চিরশত্রুদের বিপক্ষে পাকবাহিনীর প্রথম জয়। ওই ম্যাচের সূত্র ধরে লম্বা সময় ধরে ভারতীয়দের খোঁচাচ্ছেন পাকিস্তানিরা।

এবার তো সরাসরি ভারতকে হুমকিই দিয়ে বসলেন পাকিস্তানি পেসার হারিস রউফ। গতকাল তিনি বলেন, ‘আমি যদি নিজের সেরাটা দিই তা হলে তারা খেলতে পারবে না। বিশ্বকাপের ম্যাচ মেলবোর্নে হবে, এতে আমি খুব খুশি। ওটা আমার ঘরের মাঠ। আমি বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলি। ওই মাঠ সম্পর্কে আমার ভালো ধারণা আছে। ভারতের বিপক্ষে কীভাবে খেলতে হবে, তা আমি তা জানি। ওই ম্যাচ নিয়ে আমি এখন থেকেই ভাবতে শুরু করে দিয়েছি।’

এশিয়া কাপে ৬ ম্যাচে ৮ উইকেট নেওয়া রউফ ইংল্যান্ড সিরিজেও সমান শিকার করেছেন। ম্যাচ অবশ্য একটি কম। ছন্দটা বিশ্বকাপেও ধরে রাখার স্বপ্ন দেখছেন তিনি। রউফ বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই কঠিন। বিশ্বকাপের সময় সেই চাপ আরও বেড়ে যায়। কিন্তু এশিয়া কাপে ভারতের বিপক্ষে খেলতে আমার কোনো চাপ লাগেনি। নিজেদের সেরাটা দিতে পেরেছি। আশা করছি বিশ্বকাপেও সেরা ছন্দে থাকতে পারব।’

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা