শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশের আত্মাও বিক্রি করে দিয়েছে আ.লীগ সরকার : আমীর খসরু

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের আত্মাকেও বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। সেটা উদ্ধার করতে হবে। দেশের মানুষ এই অবৈধ, দখলদার, অনির্বাচিত সরকারকে উৎখাতের শপথ নিয়েছে।

শুক্রবার পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি; ভোলায় নুরে আলম, আবদুর রহিম, নারায়ণগঞ্জে শাওন প্রধান হত্যা; সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সমাবেশ হয়। এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইশরাক হোসেন সভাপতিত্ব করেন।

সমাবেশ উপলক্ষে ধোলাইখালের মূল সড়কের ওপর অস্থায়ী মঞ্চ বানানো হয়। বেলা তিনটার আগ থেকেই গেন্ডারিয়া, ওয়ারী, কোতোয়ালি ও বংশাল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। সমাবেশ ঘিরে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি ছিল।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ মৃত্যুশয্যায় গিয়েছে, তাদের রক্তসঞ্চালন বন্ধ হয়ে গেছে। যেকোনো সময় আওয়ামী লীগের মৃত্যুর সংবাদ পাবেন আপনারা। যাঁরা জনগণের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, তাঁরা আওয়ামী লীগ সরকার হোক আর আওয়ামী লীগ পুলিশ হোক, কেউ রেহাই পাবেন না।’

পুলিশের ভূমিকার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘যাঁরা আওয়ামী পুলিশের ভূমিকা পালন করছেন, তাঁদের পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে আমাদের চিন্তা নাই, তবে যাঁরা আওয়ামী পুলিশ হওয়ার চেষ্টা করছেন, তাঁরা শুধু সংবিধান, মানবাধিকার বা গণতন্ত্র লঙ্ঘন করছেন না, আপনাদের ভূমিকা আন্তর্জাতিক অপরাধের আওতায় পড়ে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমাকে অনেকে বলেন, বিদেশিদের কী খবর, বিদেশিরা কী আমাদের পক্ষে থাকবে, নাকি আওয়ামী লীগের পক্ষে থাকবেন? বিদেশিদের নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। কারণ, বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের ধারণা পরিষ্কার। তাদের ধারণা, এই দেশ একটি চরম দুর্নীতিপরায়ণ দেশ হয়ে গেছে। এই দেশে মানবাধিকার, নির্বাচনব্যবস্থা, আইনের শাসন, বাক্‌স্বাধীনতা বলে কিছু নেই। বিষয়গুলো জাতিসংঘ থেকে শুরু করে সব দেশের কাছে পরিষ্কার হয়ে গেছে। যেই কারণে পুলিশপ্রধান, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’

সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আর সময় নেই, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গুম, খুন ও হত্যার সঙ্গে জড়িত এই সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। বাকশালী কায়দায় সরকার জনগণের ওপর যে নির্যাতন চালাচ্ছে, রাজপথে আন্দোলন করে সেটা বন্ধ করতে হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, ‘দেশের জনগণ রাজপথে নেমে এসেছে, সরকারের পতন ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এভাবে আন্দোলন চালিয়ে যেতে পারলে কয়েক মাসের মধ্যে সরকারের পতন হবে।’

সরকার বিদ্যুৎ-গ্যাস ও নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ফেলেছে মন্তব্য করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, ‘আমরা এখন মামলা-হামলার ভয় পাই না। এখন আমরা জীবন দিতে প্রস্তুত। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব। কেউ যদি লাঠি নিয়ে আসেন, সেই লাঠি কেড়ে নিয়ে তাঁদের মাথায় ভাঙা হবে।’

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা