শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি যৌক্তিক: বাণিজ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বতর্মান পরিস্থিতিতে শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে মালিকদের আয় ও বর্তমান বেতন কাঠামো গবেষণা করে এ নিয়ে আলোচনা করতে হবে বলে জানান তিনি।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সময় এসেছে মজুরি বোর্ড করে আলোচনার মাধ্যমে পোশাককর্মীদের বেতন বাড়ানোর। দ্রব্যমূল্যের দাম বাড়ার পরিস্থিতিতে টিসিবির আওতায় পোশাক কর্মীদের রেশনিং ব্যবস্থা করার বিষয়ে প্রধানমন্ত্রী ও খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে শিগগিরই কথা বলবেন বলেও জানান টিপু মুনশি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে সব ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা বাধ্যতামূলকভাবে ঝুলিয়ে দেওয়া হবে। পণ্যের দাম নির্ধারণ করার জন্য আমরা ট্যারিফ কমিশনকে ১৫ দিন সময় দিয়েছি। আর হয়তো এক সপ্তাহ লাগবে এ কাজে। ইতিমধ্যে খাবার, স্টিলসহ ৯টি পণ্যের দাম ঠিক করে দিয়েছি। যাতে ব্যবসায়ীদের অনৈতিক সুযোগ নেওয়া কমে যায়।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে যে দাম বেড়েছে সেটি যেন যৌক্তিক হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের ভোক্তা অধিদফতরসহ বিভিন্ন সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ট্যারিফ কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে পণ্যের যৌক্তিক দাম নির্দিষ্ট করে দেয়ার জন্য।

ডিমের অস্থিতিশীল বাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডিমের দাম কতটা বাড়তি হওয়া উচিত, মুরগির খাবারের মূল্য, পরিবহণ সব মিলিয়ে কত হবে সেটা ট্যারিফ কমিশন নির্ধারণ করে দেবে। যেটা সবার জন্য যৌক্তিক হবে।

 

এ জাতীয় আরও খবর

বিজয়নগরে অভিযানে ৯৮৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

হিট স্ট্রোকের সহজ ঘরোয়া প্রতিকার

মেয়েকে প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন তামান্না

গাজায় তিন জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েলের

মার্কিন প্রতিনিধির বসাকে সমস্যার সমাধান মনে করা সরকারের ভুল ধারণা : মঈন খান

চট্টগ্রামে লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশুসহ পথচারী নিখোঁজ

ইসরায়েলকে গাজায় অভিযানের ‘অজুহাত’ দিয়েছে হামাস : মাহমুদ আব্বাস

ডায়াবেটিস থেকে ত্বকের সমস্যা

বিএনপির সময় ঋণখেলাপি সবচেয়ে বেশি ছিল: আইনমন্ত্রী

১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নেওয়া ৩২ রোহিঙ্গা আটক