মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে শাপলা কুড়াতে গিয়ে বজ্রপাতে ৩ শিশু-কিশোরের মৃত্যু

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধামারন গ্রামের বিলে শাপলা কুড়ানোর সময় বজ্রপাতে ৩ শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হল- উপজেলার পশ্চিম ধামারণ গ্রামের মোমেন আলী বেপারীর ছেলে রবিউল হাসান (১৫), একই উপজেলার সোনারং গ্রামের কামালের ছেলে সাইফুল ইসলাম লামিম (১০) ও সোনারং গ্রামের সাইফুল মোল্লার মেয়ে সানজিদা আক্তার (৯)।

এ ছাড়া সিফাত (১৫) নামে অপর কিশোর আহত হয়। হতাহতরা মামাতো ও ফুপাতো ভাই-বোন।

টঙ্গীবাড়ি থানার ওসি রাজিব খান জানান, দক্ষিণ ধামারণ গ্রামের বিলে দুপুরে শাপলা কুড়াতে যায় ৪ শিশু-কিশোর। নৌকায় চড়ে শাপলা কুড়ানোর সময় আকস্মিক বজ্রপাতে ওই শিশু-কিশোরদের শরীর ঝলসে যায়।

এ সময় বিলে থাকা স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ৩ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রবিউল, লামিম ও সানজিদাকে মৃত ঘোষণা করেন।

আহত সিফাতকে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, শিশু-কিশোরদের মৃত্যুর খবরে স্বজনরা ছুটে আসেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে।

নিহত রবিউলের বাবা মোমেন আলী বেপারী বলেন, আমি অন্যত্র কাজে ছিলাম। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। সেখানে দেখতে পাই আমার সন্তান ও ভাগনি মারা গেছে।

নিহত সানজিদার বাবা সাইফুল মোল্লা বলেন, ‘৪ ভাই-বোন মিলে বিলে শাপলা কুড়াতে যায়। বজ্রপাতে ওদের জীবন কেড়ে নিয়েছে।’