শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সুস্থ আছেন, কোনো চাপ নেই বলে জানালেন রওশন এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও দলটির দশম জাতীয় সম্মেলনের আহ্বায়ক রওশন এরশাদ বলেছেন, ‘আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ; আমার ওপর কোনো ধরনের চাপে নেই। যারা আমাকে বারবার অসুস্থ বলে প্রচার করছেন তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখা দরকার।’

গত কয়েক দিন ধরে সংবাদমাধ্যমে নিজের অসুস্থতার খবর দেখার পর আজ শনিবার এক বিবৃতিতে এসব কথা বলেন রওশন এরশাদ।

বিবৃতিতে রওশন এরশাদ বলেন, ‘তৃতীয় পক্ষের ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে বলে যে তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। এর কোনো ভিত্তি নেই। যে মুর্হূতে আমি সুস্থ হয়ে উঠেছি এবং সংসদ কার্যক্রমে অংশ নিতে শারীরিক ও মানসিক প্রস্তুত, সে মুর্হূতে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, সেটাই এখন প্রশ্ন।’

জাপার প্রধান পৃষ্ঠপোষক বলেন, ‘গঠনতন্ত্র-২০-এর উপধারা-১-এ উল্লেখিত বিধিতে দেওয়া প্রধান পৃষ্ঠপোষকের ক্ষমতা বলে আমি বিশেষ প্রয়োজন উল্লেখ করেই দশম জাতীয় সম্মেলন ডেকেছি। বিগত তিন বছর সারাদেশে জাতীয় পার্টির যে বেহাল দশা এবং অসংখ্যক দক্ষ যোগ্য নেতাকর্মীর আর্তনাদ, আমাকে ব্যথিত করেছে। যা কিনা পল্লীবন্ধু খেতাব ও তার আদর্শকে সামনের দিকে এগিয়ে নিতেই আল্লাহর অশেষ রহমত এবং লাখো লাখো নেতাকর্মীর দোয়ায় সম্পূর্ণ সুস্থ হয়ে পার্টিকে রক্ষা করতেই দশম জাতীয় সম্মেলনের ডাক দিয়েছি।’

রওশন বলেন, ‘জাতীয় পার্টির সবাই আমার সন্তান, আত্মার পরম আত্মীয়। স্নেহের ছোট ভাই-বোন ও বন্ধুজন। তাই সব বিভেদ ও মতপার্থক্য এবং বিভ্রান্তি ভুলে গিয়ে পার্টির দশম জাতীয় সম্মেলন সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি আবারো উদাত্ত আহ্বান জানাই। আল্লাহর রহমতে শিগগিরই দেশে এসে সময়ের সাথী হবো, বিপদে-আপদে থাকব তোমাদেরই পাশে। ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, সম্প্রতি জাপার সংসদীয় দল থেকে রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতার পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পদে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের নাম সুপারিশ করে সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর কাছে চিঠি দেওয়া হয়েছে। সে চিঠিতে বলা হয়, অসুস্থ থাকায় সংসদে উপস্থিত থাকতে পারেন না রওশন এরশাদ। তাই তার পক্ষে বিরোধীদলীয় নেতা হিসেবে কার্যক্রম চালানো সম্ভব হবে না।

অন্যদিকে, সংবাদমাধ্যমে জাপা চেয়ারম্যান ছাড়াও দলের একাধিক শীর্ষ নেতা জানান রওশন এরশাদ অসুস্থ। তৃতীয় কোনো পক্ষের চাপে এজেন্ডা বাস্তবায়নের জন্য রওশন জাপার সম্মেলন ডেকেছেন বলেও দাবি করেন তারা।

 

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা