বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

লাঞ্ছনা-অপমানের শিকার হয়েও জিতল আন্তর্জাতিক দুই পুরস্কার

news-image

বিনোদন প্রতিবেদক : মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে দুটি পুরস্কার জিতেছে দেশের সিনেমা ‘আদিম’। গত শনিবার বিষয়টি নিশ্চিত করেন এর নির্মাতা যুবরাজ শামীম। পুরস্কার জেতার পর আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করে সিনেমার টিম।

সেখানে নির্মাতা জানান, ‘আদিম’ সিনেমার শুটিং শুরুর পর নানা লাঞ্ছনা ও অপমানের শিকার হতে হয়েছে তাকে ও অভিনেতা-অভিনেত্রীকে।

নির্মাতা যুবরাজ শামীমের ভাষ্য, ‘এই সিনেমা নির্মাণের শুরু দিকে অনেক লাঞ্ছনা ও অপমানের শিকার হতে হয়েছে আমাদের। শুটিং করার নিয়ে অনেক বাঁধার মুখেও পরতে হয়েছে। আমাদের কষ্ট স্বার্থক হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কোন ফাঁকে যেন মস্কোতে পুরস্কার পেয়ে গেল বুঝি নাই। পুরস্কার পেয়ে দেশে ফেরার পর অনেকেই বিমানবন্দরে এসে সম্মান দেখিয়েছে। দেশে ফেরার পর সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমার আশপাশের মানুষ যারা আমাকে তেমন গুরুত্ব দিত না তারাও আমাকে বেশ সমীহ করছে। মস্কোর জয়ের চেয়ে এ বিষয়টি আমার কাছে কোনো অংশে কম না।’

নির্মাতা যুবরাজ শামীম বলেন, ‘আমি তো পরিচালক-প্রযোজক সমিতির সদস্য নই। ওখানকার সদস্য হতে যে টাকা লাগে সেটাও নেই। যদি তারা কোনো টাকা ছাড়া আমাকে সদস্য করে নেয়, তাহলে খুব ভালো হয়।’

সংবাদ সম্মেলনে ‘আদিম’র অভিনেতা দুলাল মিয়া বলেন, ‘আমরা টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তিতে থাকি। শামীম ভাই বস্তিতে থাকা শুরু করলে তাকে নিয়ে আমরা হাসাহাসি করতাম। মনে করতাম বড়লোকের ছেলে, কি থেকে কি করে। একদিন শামীম ভাই আমাকে বললো সিনেমা করবেন? এ কথা শুনে আমার হাসি পায়। দুই-তিনবার বলার পরে আমি রাজি হই। বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে মন্তব্য করেছে, এর মধ্যেও আমরা কাজ শুরু করি।’

অভিনেত্রী সোহাগী বলেন, ‘যখন দুলাল ভাই এসে বলল যে সিনেমা করতে হবে, আমি তাকে বলেছিলাম, মস্করা করো? তার কয়েকদিন পর দুলালভাই আমাকে দেখায়ে শামীম ভাইকে বলেন, “নায়িকা চলবে”? শামীম ভাই বলেন, “চলবে”। তখনও সিনেমাটা আসলেই হবে কি না, এটা জানতাম না। তারপরে আমরা তিন মাস রিহার্সেল করি। কখনও ভাবি নাই এমন কিছু হবে।’

আদিম স্বাধীন একটি সিনেমা। এর নির্মাণ খরচ ১৫ লাখ টাকা। তবে এর মধ্যে নেই পরিচালকসহ কলাকুশলীদের সম্মানি। সিনেমাটির দৈর্ঘ্য ৮৩ মিনিট ২৪ সেকেন্ড। ৫০ জনের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে সিনেমা নির্মাণের অর্থ সংগ্রহ করা হয়েছে।

নির্মাতা জানান, খুব শিগগিরই ‘আদিম’ দেশের প্রেক্ষাগৃহি মুক্তির বিষয়ে আলোচনা করবেন তারা।