বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জোর করে ক্ষমতায় আসতে চাইলে প্রতিহত করুন: পরিকল্পনামন্ত্রী

news-image

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশের একটি দল সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জোর করে ক্ষমতায় আসতে চায়, তাদের প্রতিহত করুন। এসব নেতিবাচক রাজনীতি বাংলাদেশে চলে না। শেখ হাসিনার সরকার জনবান্ধব, তিনি দরিদ্র-দিনমজুর, কৃষক, মেহনতি মানুষকে সম্মান করেন। তাই শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।’

আজ বুধবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে বিএনপিকে ইঙ্গিত করে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতির মেরুদণ্ড হলো কৃষি। কৃষিই হলো আমাদের অর্থনীতির পাঁজর। দেশের অর্থনীতি শক্তিশালী করতে কৃষির উন্নয়নে আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।’

কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. আনোয়ার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক বেনজির আলম, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ ও কুমিল্লা জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়নের সভাপতি লক্ষণ সাহা প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর