মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানের টয়লেটে যেভাবে লুকানো ছিল সাড়ে ৪ কেজি স্বর্ণ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

আজ সোমবার দুপুরে এ স্বর্ণ উদ্ধার করা হয়। স্বর্ণ বিমানের টয়লেটে বিশেষভাবে লুকানো ছিল।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম মহাপরিচালক আরেফিন খান জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে স্বর্ণ পাচারের খবর পেয়ে কাস্টমস গোয়েন্দার একটি দল ১০ নম্বর বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়। পরে কাস্টমস গোয়েন্দা টিম প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে বিমানের ভিতরে প্রবেশ করে। প্রাপ্ত তথ্যানুযায়ী বিমানের টয়লেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০টি স্বর্ণে বার উদ্ধার করা হয়। যার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম।