শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শোবিজ জুড়ে শোকের ছায়া

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার আজ ভোর সাড়ে ৬টায় না ফেরার দেশে পাড়ি জমান। তার ছেলে সরফরাজ আনোয়ার উপল জানান, আগামীকাল সোমবার সকাল সাড়ে ১১টায় গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে রাষ্ট্রীয় শ্রদ্ধা ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। সেই সঙ্গে সংস্কৃতি অঙ্গন ও সাধারণ মানুষেরা শ্রদ্ধা নিবেদন করবেন।

এরপর তার মরদেহ নেওয়া হবে চলচ্চিত্রের আঁতুড়ঘর বিএফডিসিতে। সেখানে বাদ জোহর অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। আর বাদ আসর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তার মা খোদেজা বেগমের কবরে তাকে সমাহিত করা হবে।

এদিকে, কিংবদন্তি এই গীতিকবির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। সকাল থেকেই ফেসবুকে শোকাবহ বার্তা দিয়ে শোক প্রকাশ করছেন শোবিজের তারকাশিল্পী থেকে শুরু করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। পুরো নেটদুনিয়া এখন শোকে কাতর।

জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী ফেসবুকে লিখেছেন, ‘আমার বাবা আর শ্বশুর ইন্তেকালের পর আমি একজনকে বাবা বলে ডাকতাম, শ্বশুর বলে ডাকতাম; বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় নক্ষত্র, একজন বাংলাদেশ, গাজী মাজহারুল আনোয়ার ইন্তেকাল করেছেন।’

চিত্রনায়ক অনন্ত জলিল লিখেছেন, ‘পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অনেক কালজয়ী গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ার। এই র্কীতিমান মহান মানুষটির প্রয়াণে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

নন্দিত কণ্ঠশিল্পী কনকচাঁপা শোক প্রকাশ করে লিখেছেন, ‘আমাদের পরম শ্রদ্ধেয় গীতিকবি, চলচ্চিত্র পরিচালক, সাংস্কৃতিক জগতের মহীরুহ গাজী মাজহারুল আনোয়ার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আত্মার মাগফিরাত কামনা করি।’

জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ লিখেছেন, ‘বাংলা গানের কালপুরুষ গাজী মাজহারুল আনোয়ার আর আমাদের মাঝে নেই। এই কিংবদন্তির প্রয়াণে আমরা স্তব্ধ এবং গভীরভাবে শোকাহত। স্রষ্টা যেন শোক সন্তপ্ত পরিবার ও স্বজনদের এই শোক সইবার শক্তি দেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

চিত্রনায়ক নিরব লিখেছেন, ‘দেশ বরেন্য কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার কিছুক্ষন আগে মৃত্যুবরণ করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ গাজী চাচার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।’

চিত্রনায়ক কাজী মারুফ লিখেছেন, ‘গাজী মাজহারুল আনোয়ার সাহেব নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ফিল্ম জীবনের একজন অভিভাবক, আমার বাবা কাজী হায়াতের একজন ভাই ও বন্ধু নেই, ওনাকে আল্লাহ বেহেশত নসিব করুন। দোয়া করবেন আপনারা সবাই।’

সংগীত পরিচালক ইমন সাহা লিখেছেন, গাজী মাজহারুল আনোয়ার কাকু চলে গেলেন না ফেরার দেশে। তোমার সঙ্গে এভাবে আর বসা হবেনা কাকু। ঈশ্বর তোমার আত্মার মঙ্গল করুক।’

কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লিখেছেন, ‘গাজী মাজহারুল আনোয়ার আংকেল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এমন গুণীর মৃত্যু হয় না, চোখের আড়ালে চলে যান শুধু। আংকেলের আত্মার মাগফেরাত কামনা করি। আমি ভাষাহীন। আল্লাহ তার পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দিন।’

সংগীতশিল্পী ইমরান মাহমুদুল লিখেছেন, ‘দেশবরেণ্য কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্যারের আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ ওনার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।’

ক্লোজআপ তারকা মুহিন খান লিখেছেন, ‘শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার একজন গানের বাংলাদেশ। তাকে সবসময় সব প্রজন্মের সঙ্গে পেয়েছি, একদম সাবলীল। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এমন একজন আমাদেরকে অভিভাবক হারা করে গেলেন। আপনি যে কি ভালো মনের মানুষ সেটা আপনার সঙ্গে না বসলে কেউ বুঝবেন না। তার মৃত্যুতে আমরা শোকাহত (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। আল্লাহ্ আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন (আমিন)। এই বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে আপনিও স্বর্ণাক্ষরে বেঁচে থাকবেন প্রজন্মের পর প্রজন্মের কাছে। আল্লাহ্ আপনাকে নিশ্চয় ভালো রাখবেন (আমিন)।

 

এ জাতীয় আরও খবর

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের