মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবসর ভাতার দাবি প্রবাসীদের

news-image

অবসর ভাতার দাবি প্রবাসীদের জীবন জীবিকার তাগিদে ও পরিবারের মুখে হাসি ফোঁটাতে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১ কোটি ২০ লাখ প্রবাসী বসবাস করেন। তার মধ্যে কুয়েত, কাতার, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসীদের বসবাস। যাদের বেশিরভাগই দেশগুলোতে নির্মাণ শ্রমিক, ক্লিনিং, সিকিউরিটিসহ বাসা-বাড়ীতে কাজ করে থাকেন।

স্কুল অথবা কলেজের গন্ডি শেষ করা বা মাঝপথে ছেড়ে দেওয়া ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণদের একটি বড় অংশ পরিচিত আত্মীয়স্বজন অথবা দালালের মাধ্যমে ঋণ করে, জমিজমা বিক্রি করে পাড়ি দেন বিদেশে। প্রবাসে এসে এই তরুণদের শুরু হয় বাস্তবতার সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকার জীবন সংগ্রাম।

বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা বৈধ পথে পাঠানো কষ্ট অর্জিত অর্থ দেশের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এই প্রবাসীরা দীর্ঘদিন প্রবাস জীবন শেষে দেশে ফিরে পরিবারের বোঝা ও অবহেলার পাত্রে হয়ে উঠে। দেশে ফিরে কিছুই করার শক্তি ও সার্মথ্য থাকে না এসব প্রবাসীদের। তাই সরকাররের কাছে এ সকল প্রবীণ প্রবাসীদের জোর দাবি দীর্ঘদিন দেশের উন্নয়ন ও অর্থনীতিতে অবদান রাখায় শেষ বয়সে তাদের অবসর ভাতার ব্যবস্থা করা হোক।

কুমিল্লার জেলার কুয়েত প্রবাসী এয়াকুল আলী মজুমদার জানান, তার প্রবাসের ৩৫ বছর শেষ করে ৩৬ বছরে শুরু। পাসপোর্ট অনুসারে নিজের ৬৩ বছর চলছে। কুয়েতের নিয়ম- কানুন অনুযায়ী ষাটোর্ধ প্রবাসীদের আকামা লাগাতে প্রায় ৮শ কুয়েতি দিনার যা বাংলাদেশের টাকায় প্রায় আড়াই লাখ টাকা। এতো টাকা দিয়ে আকামা লাগানো এখন তার পক্ষে সম্ভব নয়। এছাড়াও এই বয়সে দেশে গিয়ে পরিশ্রম করা নতুন করে কাজকর্ম শুরু করাও তার পক্ষে সম্ভব না। এ অবস্থায় বাংলাদেশ সরকারের কাছে অবসর ভাতার দাবি জানান তিনি।

নোয়াখালি জেলার কুয়েত প্রবাসী আলমগীর হোসন বলেন, ‘দীর্ঘ প্রবাস জীবন শেষে এখন বাংলাদেশে ফেরত যেতে চাই। কিন্তু দেশে ফিরে পরিবার নিয়ে কিভাবে চলবো তা বুঝছি না। দীর্ঘদিন দেশের অর্থনীতিতে ভূমিকা রাখায় শেষ বয়সে আমাদের অবসর ভাতার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোড় দাবি জানাই।’

কুয়েত প্রবাসী রাজনৈতিক ব্যাক্তিরা জানান, ‘সরকারের পক্ষ হতে আমাদের প্রবীণ প্রবাসীদের জোর দাবি তাদের শেষ বয়েছে পরিবারসহ ভালোভাবে জীবনমান চলানোর জন্যে অবসর ভাতা চালু করা হোক। এর ফলে একদিকে যেমন প্রবাসীরা দেশে ফিরে উন্নত জীবন যাপন করতে পারবে অন্যদিকে অবসর ভাতার সুযোগে প্রবাসীরা বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর পরিমাণও বৃদ্ধি পাবে।’

 

এ জাতীয় আরও খবর

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় নিহত ৪

গুলিতে ইউএনও অফিসের আনসারের মৃত্যু, নিজেই গুলি চালান বলে দাবি

কাতারের আমিরকে লালগালিচা অভ্যর্থনা, সফরসূচিতে যা থাকছে

বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চুয়েটের দুই শিক্ষার্থী নিহত

নাসিরনগরে ১৯টি সেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলা

খরার ঝুঁকিতে পড়েছে রংপুর অঞ্চল : চাষাবাদে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা

চীনে ভয়াবহ বন্যা, সরিয়ে নেওয়া হলো হাজার হাজার মানুষকে

সুইমিংপুলে গোসলে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকায় পৌঁছেছেন কাতারের আমির

ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

গরমের সংবাদ পড়ার সময় গরমেই অজ্ঞান উপস্থাপিকা!

‘বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী চীন’