মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গরু-ছাগলের সঙ্গে থাকছে মানুষ

news-image

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যার কবলে পড়া তিন লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে রয়েছে। তাদের অনেককে গরু ও ছাগলের সঙ্গে বসবাস করতে হচ্ছে। চাহিদার তুলনায় সহায়তা খুব কম পাচ্ছে তারা। চরম দুর্ভোগে থাকা এই মানুষদের সহায়তা বাড়ানোর দাবি করা হয়েছে।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্য তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে খলাহাটি গ্রামের ৪০টি পরিবার। এখানে অলদর, নিরেশ ও নারায়ণ ২০টি গরু নিয়ে আশ্রয় নিয়েছেন। সেখানে গরু ও মানুষ একসঙ্গে থাকছে তিন দিন ধরে। সহায়তা যা পেয়েছেন, তা পরিমাণে কম বলে জানান অবস্থানকারীরা।

হাওর পাড়ের দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ বলেন, ‘আমার ইউনিয়নে দুর্ভোগে সকল রেকর্ড অতিক্রম করেছে। ইউনিয়নের প্রতিটি বাড়িতে পানিবন্দি মানুষ। প্রতিটি বাড়িঘরে খাদ্য, বিশুদ্ধ পানির চরম অভাব দেখা দিয়েছে। যে পরিমাণ সহায়তা বিতরণ করা হয়েছে, তা চাহিদার তুলনায় একেবারেই কম। সহায়তার পরিমাণ দ্রুত বাড়ানো উচিত।’

উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া জানান, তার ইউনিয়নের নিম্নাঞ্চলে বন্যায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। সহায়তা বাড়ানো না হলে মানুষের খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দেবে।

তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী বলেন, ‘আমার ইউনিয়নে আশ্রয়কেন্দ্র ও নৌকায় আশ্রয় নেওয়া পরিবারে চাল, ডাল, শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সহায়তা আরও বাড়ানো উচিত।’

তাহিরপুর উপজেল নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, ‘উপজেলার সাড়ে তিন লক্ষাধিক মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। ৩০টি আশ্রয়কেন্দ্র চালু আছে। আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। আমরা সার্বিক পরিস্থিতি নজরদারিতে রেখে সহায়হা করছি।’

তাহিরপুর উপজেলা ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ‘বন্যায় আক্রান্ত পরিবার গুলোতে সহায়তা দেওয়া হচ্ছে। ত্রাণ সহায়তা আরও বাড়ানো হবে।’

 

এ জাতীয় আরও খবর

এই প্রথম ইসরায়েলে অস্ত্র পাঠানো স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান

১৪ বছর বয়সে জাতীয় দলে অভিষেক বাংলাদেশি পেসারের

বিএনপি অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায় : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

ওমর সানীর মতো ‘খাঁটি প্রেমিক’ দেখেননি মিশা

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলজট, ২ ঘণ্টা ধরে নেই বিদ্যুৎ

বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারতে গেলেন সাকিব

প্রাথমিকে পুরোদমে ক্লাস শুরু মঙ্গলবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

মিল্টনের অনেক ভয়ংকর ঘটনা রয়েছে : ডিবিপ্রধান