শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘এরদোগানের অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন সত্যি হবে না’

news-image

অনলাইন ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলের সীমান্ত ধরে ৩০ কিলোমিটার এলাকা নিয়ে নিরাপদ অঞ্চল গঠনের প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন সিরিয়ার সংসদ সদস্য (এমপি) আম্মার আল-আসাদ।

তিনি বলেন, ‘এটি এরদোগানের মস্তিস্ক থেকে আসা প্রস্তাব, যার শেকড় মূলত তার উপনিবেশিক প্রকল্পের মধ্যে রয়েছে।’

এক সাক্ষাৎকারে সিরিয়ার এমপি আম্মার আল-আসাদ এ কথা বলেছেন বলে রুশ বার্তা সংস্থা স্পুটনিকের বরাত দিয়ে জানিয়েছে পার্স টুডে।

এমপি আম্মার আল-আসাদ বলেন, ‘সিরিয়া সীমান্তের ৩০ কিলোমিটার ভেতরজুড়ে নিরাপদ অঞ্চল গঠনের পরিকল্পনা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। তা জোরালোভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে। এরদোগানের অটোমান সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন কখনো সত্যি হবে না।’

তিনি আরও বলেন, ‘সিরিয়ার প্রতি এরদোগানের শত্রুতামূলক দৃষ্টিভঙ্গি ও উপনিবেশিক মানসিকতার সঙ্গে আমরা পরিচিত। তিনি সন্ত্রাসবাদকে সমর্থন করেন। রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য অন্তর্ঘাতমূলক তৎপরতা ও প্রতারণার আশ্রয় নিতে দ্বিধা করেন না। এরদোগান সিরিয়া সীমান্তে যে নিরাপদ অঞ্চল গঠনের কথা বলছেন, তা আন্তর্জাতিক নিয়ম নীতি বা চুক্তিতে এই ধরনের কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।’

 

এ জাতীয় আরও খবর