মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিরনগরে ৪টি ব্রীজের  নির্মাণ কাজের  উদ্বোধন

আকতার হোসেন ভূইঁয়া,নাসিরনগর : নাসিরনগরে ২ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে  চারটি  ব্রীজের নির্মাণকাজের   উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার  ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন  সংগ্রাম এমপি তিনটি ব্রীজের নির্মাণকাজের  ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৬৯ লাখ ৬৬ হাজার ৩৭৯ টাকা ব্যয়ে গুনিয়াউক ঈদগাহ পশ্চিম পাশের খালের উপর ব্রীজ,৭১ লাখ ২৭ হাজার ৬৫৩ টাকা ব‍্যয়ে হরিপুর ইউনিয়নের মিলনপুর গুচ্ছ গ্রামের খালের উপর ব্রীজ,৬৭ লাখ ৯ হাজার ৬৫৮ টাকা ব‍্যয়ে কুন্ডা ইউনিয়নের মছলন্দপুর মধ‍্যগ্রামে খালের উপর ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন।এছাড়াও ৭১ লাখ ২৯ হাজার ৩৩১ টাকা ব‍্যয়ে  চাতলপাড় ইউনিয়নের বড়নগর উচ্চ বিদ‍্যালয়ের পাশে খালের উপর ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এসময় উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন, সহকারী কমিশনার ভূমি  মোঃ মেহেদী হাসান খান শাওন, উপজেলা  প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,ইউপি চেয়ারম্যান জিতু মিয়া,হরিপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফারুক মিয়া,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, জনসংখ্যা বিষয়ক সম্পাদক বশির আল হেলাল, গুনিয়াউক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুল মোনায়েম কায়কোবাদ,উপজেলা যুবলীগ আহবায়ক রায়হান আলী ভূইঁয়া,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট  এলাকার স্থানীয় জনপ্রতিনিধি,আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দসহ এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন  সংগ্রাম এমপি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের চাকা সচল রাখার জন্য শেখ হাসিনা সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষের ভাগ্যোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন,সারাদেশের ন্যায় নাসিরনগরেও যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নসহ সকল ক্ষেত্রে কাজ করছে।