মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোটের ৩ দিন আগে নির্বাচনী কার্যক্রম থেকে ওসি প্রত্যাহার

news-image

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : ভোটগ্রহণের ৩ দিন আগে জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীরকে পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার নির্বাচন প্রশাসনের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেলাল হোসেন। আগামী ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কর্মকর্তা বেলাল হোসেন বলেন, আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের কার্যক্রম থেকে ওসি মুহাম্মদ মহব্বত কবীরকে প্রত্যাহারের ব্যাপারে একটি প্রজ্ঞাপন আমাদের হাতে এসেছে। তারপর থেকে ওসি মুহাম্মদ মহব্বত কবীরের সঙ্গে নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে যোগাযোগ করা হচ্ছে না। তবে কেন প্রত্যাহার করা হয়েছে তার কারণ আমরা জানি না।’

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘আমাকে নির্বাচনী কার্যক্রম থেকে প্রত্যাহারের বিষয়টি জানা ছিল না। এইমাত্র বিষয়টি আমি জানলাম। কি কারণে প্রত্যাহার করা হয়েছে বিষয়টি আমি জানি না।’

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল বলেন, ‘নির্বাচনী কার্যক্রম থেকে ওসি মুহাম্মদ মহব্বত কবীরকে প্রত্যাহার করে নির্বাচন প্রশাসন এক প্রজ্ঞাপন জারি করেছে। তার পরিপ্রেক্ষিতে ওসি মুহাম্মদ মহব্বত কবীরকে নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে ওসি (তদন্ত) মো. আনসার আলীকে দায়িত্ব প্রদান করা হবে।’

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি