বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে হুড়মুড়িয়ে বাড়ছে করোনা সংক্রমণ

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে করোনা সংক্রমণ হুড়মুড়িয়ে বাড়ছে। এর আগে এতো দ্রুত সংক্রমণ বাড়তে দেখা যায়নি। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫৫ নমুনা পরীক্ষায় ১ হাজার ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ। যা এ যাবত সর্বোচ্চ শনাক্ত। তবে এদিন নতুন করে করোনায় কারও মৃত্যু হয়নি।

রোববার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৮২২ জন নগরের ও ২০৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ১১ হাজার ১২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮১ হাজার ১৮৪ জন। বাকি ২৯ হাজার ৯৩৯ জন বিভিন্ন উপজেলার।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৮ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১৫ জনের।

চট্টগ্রামে করোনা আক্রান্তের হার প্রতিদিন বাড়ছে। স্বাস্থ্যবিধি নেই বললেই চলে। গণপরিবহন, শপিংমল, পর্যটনস্পটসহ কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।

গত তিনমাসে এতো রোগী শনাক্ত হয়নি। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে সংক্রমণ বাড়ছে। প্রাণঘাতী ডেল্টা ভ্যারিয়েন্টও সক্রিয় রয়েছে। মানুষ স্বাস্থ্যবিধি না মানলে সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে বলে ইতোমধ্যে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

 

এ জাতীয় আরও খবর

শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

ঢাকা কৃত্রিম মরুভূমিতে পরিণত হয়েছে: মির্জা আব্বাস

অস্ত্র মামলায় খালাস পেয়েছেন গোল্ডেন মনির

ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই

উপজেলা ভোট ব্যর্থ হলে ৭ জানুয়ারির প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে-সিইসি

সোনার দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশেই থাকবে : শিল্পমন্ত্রী

বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

আবারও ঢাকাই সিনেমায় পাওলি দাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য জানালেন সাকিব

ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যানসার-সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ