শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিদিন তো আমরা এত খারাপ খেলব না : ইমরুল

news-image

স্পোর্টস ডেস্ক : সিলেট সানরাইজার্সের বিপক্ষে আজ শনিবার কষ্টার্জিত জয় দিয়ে বিপিএল শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাত্র ৯৭ রানের টার্গেট তাড়ায় নেমে তারা ৮ উইকেট হারিয়ে ফেলে! জয় পেয়েছে মাত্র ৮ বল বাকি থাকতে। দুইবারের চ্যাম্পিয়ন দলটির এই হাল হওয়া নিয়ে অবশ্য মোটেও চিন্তিত নন অধিনায়ক ইমরুল কায়েস। তিনি দলের এই বাজে পারফরম্যান্সের পেছনে ব্যাটারদের দায় দেওয়ার পাশাপাশি পিচের সমালোচনাও করেছেন।

ম্যাচ শেষে ইমরুল কায়েস বলেন, ‘ম্যাচ জিতলে দলের কনফিডেন্স বেড়ে যায়। যেহেতু এটা টুর্নামেন্টে আমাদের প্রথম ম্যাচ। আমরা অবশ্যই দলগত খেলাটা খেলতে পারিনি। তারা খুব ভালো বোলিং করেছে। আশা করি পরের ম্যাচগুলোতে এটা ঠিক হয়ে যাবে। আসলে প্রথম ম্যাচে সব দলই কিছুটা স্ট্রাগল করে কন্ডিশনের সঙ্গে এবং পরিকল্পনার সঙ্গে। আমি বলব যে, ম্যাচটা জিততে পেরে আমি খুশি। ‘

এর পরই ইমরুল উইকেটের সমালোচনা করেন, ‘ম্যাচের প্রথমার্ধে উইকেট বেশ কঠিন ছিল। আমাদের বোলাররা ভালো বোলিং করেছে। আসলে লো স্কোরিং ম্যাচে রান চেজিং সব সময়ই একটু চ্যালেঞ্জিং হয়। কারণ পরিকল্পনা করাটা কঠিন হয়ে যায়। শুরুতে উইকেট পতন হলে পরের ব্যাটার চায় ক্রিজে গিয়ে একটু দেখে খেলতে। তাই চাপটা বেড়ে যায়। তাই আমার মতে, লো স্কোরিং ম্যাচ ফাস্ট ব্যাটিংয়েই শেষ করা উচিত। না হলে ম্যাচগুলো কঠিন হয়ে যায়। তবে আমরাও ভালো ব্যাটিং করতে পারিনি। দ্রুতই এই সমস্যা সমাধান করব এবং পরের ম্যাচে কমব্যাক করব। ‘

টুর্নামেন্টের এখনো অনেক বাকি। তাই এখনই দল নিয়ে মন্তব্য করার পক্ষপাতী নন ইমরুল, ‘আমরা আসলে অনেক ভালো টিম। এভাবে তো প্রতিদিন কেউ ক্রিকেট খেলবে না। কেউ না কেউ, বড় ব্যাটাররা যারা আছে তারা কিন্তু বড় স্কোর করবে। যখন বড় স্কোর দেখবেন, তখন দেখবেন পরের ব্যাটারদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। তা ছাড়া স্পিন ট্র্যাকে চাইলেও সিঙ্গেল বের করা যায় না। স্লো ট্র্যাকে চাইলেও পরিকল্পনা অনুযায়ী খেলতে পারবেন না। দেখেশুনে ব্যাটিং করতে হয়। আবার বেশি দেখেশুনে ব্যাট করতে গেলে উইকেট পড়তে থাকে। যে কারণে দল চাপে পড়ে যায়। আমাদের সামনে ম্যাচ আছে, আমরা অবশ্যই ভালো করব। ‘

এ জাতীয় আরও খবর

টানা ১১ জয়ে প্রথম পর্ব শেষ করল আবাহনী

কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে : বেসিক ব্যাংক

‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি পাবনায় জব্দ

নির্বাচনের টিকিট না পেয়ে খোলামেলা রূপে হাজির নুসরাত!

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন

শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : তথ্যপ্রতিমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান

সোনার দাম আবারও বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক