শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরে অন্তত মাঝারি স্কোরের প্রত্যাশা বিসিবির

news-image

ক্রীড়া প্রতিবেদক : মিরপুরের উইকেট নিয়ে সমালোচনার শেষ নেই। এই মাঠের উইকেট কখন যে কী রূপ ধারণ করে তা বোঝা মুশকিল হয়ে পড়ে। স্পোর্টিং উইকেট বানিয়েও এখানে বেশ কয়েকবার লো-স্কোরিং ম্যাচ দেখেছে বাংলাদেশ। সমালোচনায় বিদ্ধ এই মাঠেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের এক তৃতীয়াংশ ম্যাচ হতে যাচ্ছে। তাইতো মিরপুরের এই উইকেটে ১৬০-১৭০ রানের মতো মাঝারি স্কোর দেখার প্রত্যাশা জানিয়ে গ্রাউন্স কমিটিকে নির্দেশনা দিয়েছে বিপিএলের গভর্নিং কমিটি।

বিপিএলের প্রথম ম্যাচে আগে ব্যাট করে আট উইকেট হারিয়ে মাত্র ১২৫ রানের গুটিয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাব দিতে নেমে বেশ কয়েকবার ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে বসে ফরচুন বরিশাল। যদিও শেষ মুহূর্তে চার উইকেটের জয় পেয়েছে তারা। তবে প্রায় ৩৯ ওভারে উভয় দল উইকেট হারায় ১৪টি। টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটের এমন আচরণ নিয়ে বিপিএলের গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক শোনালেন প্রত্যশার বাণী।

মল্লিক বলেন, ‘বিপিএল গভর্নিং কমিটি হিসেবে আমাদের প্রত্যাশা থাকবে রান যেন বেশি হয়। সেই জায়গা থেকে রান বেশি হয়নি, এটা উইকেটের জন্য না খেলার জন্য, এটা আমি বলতে পারব না। যেহেতু এটা প্রথম ম্যাচ (ফরচুন বরিশাল-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) দুই তিনটা দিন গেলে পরে বুঝতে পারব আসলে উইকেটটা কেমন।’

মল্লিক আরও বলেন, ‘আমরা সবসময় ভালো উইকেট চাই, এটাই গ্রাউন্স কমিটিকে সবসময় বলেছি। তারাও আপ্রাণ চেষ্টা করছে যেন উইকেটটা ভালো থাকে। এখানে টেস্ট উইকেটও থাকে, ওয়ানডে উইকেটও থাকে। সেটাকে মুছে দিয়ে ওনারা (গ্রাউন্স কমিটি) বেস্ট পসিবল উইকেট দেওয়ার চেষ্টা করবে বলে আমাদের কথা দিয়েছে। হোপ ফর দ্য বেস্ট, বাকিটা দেখি কী করে।’

মন্থর উইকেটের তকমা পাওয়া এই মাঠে হবে বিপিএলের এই আসরের ২০ ম্যাচ। এর মধ্যে রাউন্ড ও সেমিফাইনাল, ফাইনাল রয়েছে। বড় স্কোর না হলেও মাঝারি স্কোরের আশা জানিয়ে তিনি বলেন, ‘আমরা কিন্তু অন্তত ১৬০-১৭০ রান তো আশা করতে পারি। এটাকে খুব বেশি বড় রান বলব না। কিন্তু এই মাঠে ২০০ রানও হয়েছে ২১০/২০ রানও হয়েছে। আপনি যদি এটার পরিসংখ্যান দেখেন পঞ্চাশ শতাংশ ম্যাচগুলোতে কিন্তু ১৬০ রানের মতো হয়েছে আবার ত্রিশ শতাংশ ম্যাচে লো-স্কোরিং রান হয়েছে। আমরা দেখব, খেলোয়াড়রা কীভাবে উইকেটের সদ্ব্যবহার করে।’

 

এ জাতীয় আরও খবর

টানা ১১ জয়ে প্রথম পর্ব শেষ করল আবাহনী

কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে : বেসিক ব্যাংক

‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি পাবনায় জব্দ

নির্বাচনের টিকিট না পেয়ে খোলামেলা রূপে হাজির নুসরাত!

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন

শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : তথ্যপ্রতিমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান

সোনার দাম আবারও বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক