শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ব্যাড বয়’ আর নয়, আমাকে যেন ভালো কিছু বলা হয় : সাব্বির

news-image

অনলাইন ডেস্ক : নিজের নামের সঙ্গে ‘ব্যাড বয়’ শব্দটা মোটেও পছন্দ নয় জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার সাব্বির রহমানের। ভক্তদের প্রতি তার অনুরোধ, ‘আমাকে যেন ভালো কিছু বলা হয়।’

এক সাক্ষাৎকারে নিজের নামের সঙ্গে ‘ব্যাড বয়’ তকমার বিষয়ে কথা বলেন সাব্বির। তার কথায়, ‘ব্যাড বয় বলে আসলে কোনো কথা নাই। এখন আস্তে আস্তে বয়স হচ্ছে, এই কথাটা আমার সঙ্গে আসলেই আর যায় না।’

সাব্বির বলেন, ‘আমি এখন একজন বিবাহিত মানুষ। আমার পরিবার আছে, পরিবারের সদস্যরা আছেন। আশা করি এটি (ব্যাড বয়) যেন আর কখনো বলা না হয়। আমাকে যেন ভালো কিছু বলা হয়।’

শুক্রবার শুরু হতে যাওয়া বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন সাব্বির। আসরে ভালো কিছু করাই লক্ষ্য তার। যদিও সুনির্দিষ্ট করে কিছু বলতে চাননি তিনি।

‘অবশ্যই টার্গেট একটা আছে। তবে এই মুহূর্তে বলতে চাচ্ছি না। হয় না বললে হয়তো অর্জন করতে পারি না, এ রকম একটা কুসংস্কার আমার কাছে আছে।’

সাব্বির যোগ করে বলেন, ‘আমি ম্যাচ বাই ম্যাচ খেলতে চাচ্ছি। ম্যাচ বাই ম্যাচ শেষ করলে আমার কাছে ভালো একটা দিক হবে। দশটা ম্যাচ যেহেতু আমার আছে, ইনশা আল্লাহ যদি শেষ করতে পারি…। সেমিফাইনাল এবং ফাইনাল আছে, যদি শেষ করতে পারি, ওভারঅল ভালো একটা টার্গেট হবে আমার জন্য।’

এ জাতীয় আরও খবর