বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সম্প্রতি করোনা সংক্রমিতদের ১৫-২০ শতাংশেরই ওমিক্রন : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে সম্প্রতি করোনা সংক্রমিতদের ১৫-২০ শতাংশই ভাইরাসটির অতি সংক্রামক ধরন ওমিক্রনে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন, বিসিপিএস ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে হারে রোগী বাড়ছে, তাতে ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন কিছুটা হয়েছেই।

তিনি বলেন, আমাদের যে স্ট্যাটিসটিকস আসছে, তাতে দেশে এখন ১৫ থেকে ২০ শতাংশ করোনা রোগীই ওমিক্রনে আক্রান্ত। কাজেই কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে বলে অমি মনে করি।

দেশে গত কয়েকদিন ধরে করোনা রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। বুধবার পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে।

বুধবার শনাক্ত হয়েছে প্রায় তিন হাজার রোগী। দৈনিক শনাক্তের হারও প্রায় ১২ শতাংশের কাছাকাছি পৌঁছেছে, যা ১২ দিন আগেও ছিল ৩ শতাংশের নিচে।

বিশ্বজুড়ে শুরু হওয়া করোনা মহামারির তৃতীয় ঢেউয়ের পেছনে ওমিক্রনকে দায়ী করেছেন অনেকে। নতুন করে উদ্বেগ ছড়ানো করোনার এই অতি সংক্রামক ধরনে দেশে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এখন পর্যন্ত ৩৩ জন।

এ জাতীয় আরও খবর