বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসি শুরু থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড দেয়নি: তৈমূর

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নির্বাচন কমিশন (ইসি) শুরু থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড দেয়নি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন শুরু থেকেই আমাকে লেভেল প্লেয়িং ফিল্ড দেয়নি। ১৬ ডিসেম্বর ২০ হাজার নেতাকর্মীর র‍্যালিতে আমার সভাপতিত্ব করার কথা ছিল। নির্বাচন কমিশনের অনুরোধে আমি সেই র‍্যালিতে যাইনি। একাধিকবার অভিযোগ দেওয়ার পরেও ক্ষমতাসীন দল এমপি, বড় বড় নেতা এনে উসকানিমূলক কথাবার্তা বলছে।’

আজ মঙ্গলবার সকালে তৈমূর তাঁর শহরে নির্বাচনী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। এ সময় তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল উপস্থিত ছিলেন।

তৈমূর বলেন, ‘একজন সম্মানিত মেহমান বলেছেন তৈমূরকে মাঠে নামতে দেওয়া হবে না। আরেকজন সম্মানিত নেতা বলেছেন, তৈমূর ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি। তিনি ২৪ ঘণ্টায় আমাকে রেজাল্ট দেখানোর কথা বলেছেন। এই ঘোষণার ২৪ ঘণ্টা পার না হতেই আমি ঘুঘু এবং ঘুঘুর ফাঁদ দেখা শুরু করেছি। সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক ও আমার নির্বাচনের সিদ্ধিরগঞ্জ সমন্বয়ক মনিরুল ইসলাম রবি গ্রেপ্তার হয়েছে।’

নারায়ণগঞ্জের ভোটার হলে প্রধানমন্ত্রীও আমাকে সমর্থন দিতেন: তৈমূরনারায়ণগঞ্জের ভোটার হলে প্রধানমন্ত্রীও আমাকে সমর্থন দিতেন: তৈমূর
তৈমূর আরও বলেন, ‘যেদিন আমি নমিনেশন ক্রয় করি, জমা দেই, প্রতীক বরাদ্দের দিনেও রবি আমার সঙ্গে ছিল। এত দিন তাঁর ওয়ারেন্ট নিয়ে মাথাব্যথা ছিল না। ঘুঘু দেখানোর জন্য জাহাঙ্গীর কবির নানক সাহেব যখন বললেন তারপরেই গ্রেপ্তার। আপনারা কী চান না নারায়ণগঞ্জে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক? আমার ওয়ার্ড বিএনপির নেতা মোশাররফ হোসেনের বাসায় পুলিশ তল্লাশি করেছে। মাজহারুল ইসলাম জোসেফের বাড়িতে তল্লাশি হয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা করেছে।’

তৈমূর আলম প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘সরকারি দল শুধু বলে বিএনপি নির্বাচনে আসে না, ভয় পায় ৷ এখন প্রমাণ দেখেন কেন রাজনৈতিক দল নির্বাচন বয়কট করে। কেন তারা আসতে চায় না এর জলজ্যান্ত উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন। জনগণের রায়ই চূড়ান্ত রায়। এই কাজের কারণে সবচেয়ে বেশি ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি অবশ্যই নারায়ণগঞ্জের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবেন। এরপরে এর পুনরাবৃত্তি ঘটতে থাকলে এসপি অফিসের সামনে বসে পড়া ছাড়া আমার অন্য কোন উপায় থাকবে না।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ