বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুক লাইভে এসে বাবা-মা-ছেলের আত্মহত্যা

news-image

অনলাইন ডেস্ক : মেয়ে টাকা নয়ছয় করার কারণে বাড়িতে এসে তার বাবা, মা, ভাইকে অপমান করে যান লোকজন। আর সেই অপমান সইতে না পেরে সমুদ্র সৈকতে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন বাবা, মা আর ছেলে। গতকাল রোববার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার বকখালি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের নাম শ্যামল নস্কর (৫৩), রীতা নস্কর (৪৩) এবং অভিষেক নস্কর (২৫)। শ্যামলের মেয়ের নাম পুনম দাস। এই পুনমের বিরুদ্ধেই দিন কয়েক আগে স্বনির্ভর গোষ্ঠীর টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে।

জানা গেছে, গত শনিবার রাতে পুনমের বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কিছু নারী সদস্য চড়াও হয়ে বিক্ষোভ করেন। পুনমের সামনেই তার বাবা, মাকে চূড়ান্ত অপমান করেন। মারধর করার পাশাপাশি হুমকিও দেওয়া হয়। ফলে ওই রাতেই থানায় অভিযোগ করেন শ্যামল। গতকাল সকালে তিনি তার স্ত্রী রীতা ও ছেলে অভিষেককে নিয়ে বকখালির সমুদ্র সৈকতে চলে যান। সেখানে ছেলে অভিষেকের ফোন থেকে ফেসবুক লাইভ করে আত্মহত্যা করেন তারা।

এরপরেই স্বনির্ভর গোষ্ঠীর পাঁচ নারীকে আটক করে পুলিশ। অভিযোগ ওঠে, তারাই নস্কর পরিবারকে হেনস্থা করেছিলেন। এ ঘটনায় পুনম ও তার স্বামী মিঠুন দাসকেও আটক করা হয়েছে।