শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র কেন নিষেধাজ্ঞা দিল, প্রশ্ন জমির উদ্দিনের

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র কেন নিষেধাজ্ঞা দিল সরকারের কাছে জানতে চেয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। সম্প্রতি, র‌্যাব এবং র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করে আজ শুক্রবার বিকেলে ডিআরইউতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিবেদন করে ‘মুক্তির পঙক্তিমালা’ শীর্ষক এক কবিতা পাঠ অনুষ্ঠানে তিনি প্রশ্ন করেন।

জাতীয় সংসদের সাবেক এই স্পিকার বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিরাপদ মানে হচ্ছে দেশ ও দেশের গণতন্ত্র নিরাপদ। তিনি সুন্দরভাবে রাষ্ট্রপরিচালনা করেছেন। ক্ষমতায় যেতে কখনো অন্যায়ের সঙ্গে আপোস করেননি। বরং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব সৃষ্টি করেছেন। দেশে গণতন্ত্র নষ্ট হোক-এমনটা কখনো চাননি। যে যুক্তরাষ্ট্র আমাদের সম্মান করেছে,তারা আজ কেনো নিষেধাজ্ঞা দিবে?’

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, ‘সবাই চায় খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হোক। এক্ষেত্রে সরকারের অসুবিধা কোথায়? একজন সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে অসুবিধা যেতে দিলে কী এমন হয়? সরকার তো ছেড়ে দিতেই পারে। বাইরে সুযোগ দিলে এমন কী ক্ষতি হবে? তিনি কী ক্ষতি করতে পারবেন? আশা করি চিকিৎসার জন্য সরকার সুযোগ দেবেন।’

সাবেক এই স্পিকার বলেন, ‘মূলত সরকারের সবচেয়ে বড় ভয় হচ্ছে খালেদা জিয়ার কারিশম্যাটিক নেতৃত্ব। সেজন্যই খালেদা জিয়া কখন কী করে বসেন সরকারের সেই শঙ্কা দেখা দিয়েছে।’

ইতিহাসকে বিকৃত করে কেউ কখনো সত্যকে লুকাতে পারেনি বলেও মন্তব্য করেন জমির। মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা না করায় এ সরকারের সমালোচনাও করেন তিনি। বলেন, আজ শুধু খালেদা জিয়ার মুক্তি চাওয়া হচ্ছে তার জন্য নয়; দেশের জন্য। তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে রাজনীতিকে ঘোলাটে না করার আহ্বান জানান তিনি। এসময় খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানান জমির উদ্দিন।

মানবসেবা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতা সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, মৎস্যজীবী দলের সদস্যসচিব আবদুর রহিম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, আইনজীবী ফারজানা শারমিন পুতুল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত

১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ : পররাষ্ট্রমন্ত্রী

‌‘নামাজ পড়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে’

থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রকৌশলী নিহত

শিশু হাসপাতালে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

৪১ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা

আরও বাড়তে পারে গরম

ভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু