মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাজাখস্তানে সতর্ক না করেই গুলি চালানোর নির্দেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে বিক্ষোভরতদের কোনো ধরনের সতর্কতা সংকেত না দিয়েই গুলি চালানোর জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

শুক্রবার এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট কাশিম-জোমার্ট তোকায়েব বিক্ষোভকারীদের সতর্ক করে বলেন, ‘শান্তি পূনঃপ্রতিষ্ঠার অংশ হিসেবে চালানো কঠোর ‘সন্ত্রাসবিরোধী’ অভিযানে তাদেরকে (বিক্ষোভকারী) ধ্বংস করে দেয়া হবে।’

কাতারের দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

কাজাখস্তানে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সম্প্রতি বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে তা সরকারবিরোধী বিক্ষোভ হিসেবে দেশব্যাপী ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজাখস্তানে বিপুল সংখ্যক আধা সামরিক বাহিনী পাঠিয়েছে রাশিয়া।

কাজাখস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, অন্তত ২৬ ‘অস্ত্রধারী অপরাধী’কে নিস্তব্ধ করে (হত্যা অর্থে) দেয়া হয়েছে। সহিংসতায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ১৮ সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে দুজনের শিরচ্ছেদ করা হয়েছে।

দেশটির বৃহত্তম শহর আলমাতি আপতত সহিংসতা কেন্দ্রে রয়েছে। এর জেরে তিন হাজারের বেশি বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছেন।

আলমাতি শহরের রাস্তায় বুধবার বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দেয়; অনেক সরকারি ভবনে হামলা চালায়। সূত্র জানিয়েছে, তারা প্রেসিডেন্ট ভবনেও হামলার চেষ্টা চালায়।

আলমাতির বাসিন্দা স্থানীয় একটি নার্সারি স্কুলের শিক্ষক ২৮ বছরের সমল বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আমি জানতাম না যে, আমাদের লোকজন এতো ভয়ঙ্কর হতে পারে।’

পরিস্থিতি পর্যবেক্ষণ করে এক প্রত্যক্ষদর্শী বলেন, ১৯৯১ সালের পর এতো সহিংসতা দেখা যায়নি কাজাখস্তানে।

গত সপ্তাহে দেশটির তেলসমৃদ্ধ পশ্চিমাঞ্চলীয় ম্যাঙ্গিসতাউ অঞ্চলের ঝানাওঝেন শহরে এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভটি জ্বানালীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা হলেও পরে তা সরকারবিরোধী রূপ নেয়। ক্রমেই এ বিক্ষোভ পুরো কাজাখস্তানে ছড়িয়ে পড়ে।

এ পরিস্থিতিতে কাজাক প্রেসিডেন্ট কাশিম-জোমার্ট তোকায়েভ মন্ত্রীসভা বাতিল করেন এবং দেশব্যাপী দুই দিনের জরুরি অবস্থা জারি করেন।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানায়, বুধবার দিবাগত রাতব্যাপী পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়।

দেশটির বৃহত্তম শহর আলমাতি বিক্ষোভের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। সেখানেই বেশি সহিংস ঘটনা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে।