মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

২০২০ সালের তুলনায় ২০২১–এ করোনায় মৃত্যু প্রায় তিনগুণ!

news-image

বিশেষ সংবাদদাতা : মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের তুলনায় সদ্যসমাপ্ত বছর ২০২১ সালে অতিরিক্ত প্রায় ১৩ হাজার রোগীর মৃত্যু হয়। দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ওই বছরের ১৮ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্য়ন্ত করোনায় ৭ হাজার ৫৫৯ জন রোগীর মৃত্যু হয়। সদ্য সমাপ্ত ২০২১ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্য়ন্ত ২০ হাজার ৫১৩ জনের মৃত্যু হয়। সে হিসেবে ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে ১২ হাজার ৯৫৪ বা প্রায় ১৩ হাজার বেশি মৃত্যু হয়।

২০২১ সালে মোট মৃত্যু ২০ হাজার ৫১৩ জনের মধ্যে জুলাই ও আগস্ট— এ দুই মাসে সর্বোচ্চ সংখ্যক ১১ হাজার ৬৯২ জনের (৫৭ শতাংশ) রোগীর মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০২০ সালের ৮ মার্চ থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্য়ন্ত রাজধানীসহ সারাদেশে মোট ১ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৪৮৮টি নমুনা পরীক্ষায় ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জন করোনা রোগী শনাক্ত, ১৫ লাখ ৪৯ হাজার ১০১ জন সুস্থ এবং ২৮ হাজার ৭২ জনের মৃত্যু হয়। এর মধ্যে ২০২০ সালের ৮মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্য়ন্ত সময়ে ৩২ লাখ ২৭ হাজার ৫৯৮টি নমুনা পরীক্ষায় ৫ লাখ ১৩ হাজার ৫১০ জন শনাক্ত, ৪ লাখ ৫৭ হাজার ৪৫৯ জন সুস্থ এবং ৭ হাজার ৫৫৯ জনের মৃত্যু হয়।

সদ্যসমাপ্ত ২০২১ সালে মোট করোনায় মৃত্যু ২০ হাজার ৫১৩ জনের মধ্যে জানুয়ারিতে ৫৬৮ জন, ফেব্রুয়ারিতে ২৮১ জন, মার্চে ৬৩৮ জন, এপ্রিলে ২ হাজার ৪০৪ জন, মে মাসে ১ হাজার ১৬৯ জন, জুনে ১ হাজার ৮৮৪ জন, জুলাইয়ে ৬ হাজার ১৮২ জন, আগস্টে ৫ হাজার ৫১০ জন, সেপ্টেম্বরে ১ হাজার ৩১৫ জন, অক্টোবরে ৩৫৮ জন, নভেম্বর ১১৩ জন ও ডিসেম্বেরে ৯১ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের ল্যাব কল সেন্টার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৫ এপ্রিল সর্বনিম্ন ৩২০টি ও ২০২১ সালের ৩ আগস্ট সর্বোচ্চ ৫৭ হাজার ২৯৭টি নমুনা সংগ্রহ করা হয়। ২০২০ সালের ২১ মার্চ সর্বনিম্ন ৩৬টি ও ২০২১ সালের ৩ আগস্ট সর্বোচ্চ ৫৫ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষা হয়। ২০২০ সালের ৩০ মার্চ সর্বনিম্ন একজন রোগী ও ২০২১ সালের ২৮ জুলাই সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১ এপ্রিল সর্বনিম্ন একজন ও ২০২১ সালের ৮ আগস্ট সর্বোচ্চ ১৬ হাজার ৬২৭ জন রোগী সুস্থ হন। ২০২১ সালের ২০ নভেম্বর করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। একই বছরের ৫ আগস্ট ২৬৪ জনের মৃত্যু হয়।

সূত্র আরও জানায়, ২০২০ সালের ৩০ মার্চ শনাক্তের হার সর্বনিম্ন শূণ্য দশমিক ৬৫ শতাংশ এবং ২০২১ সালের ২৪ জুলাই সর্বোচ্চ ৩২ দশমিক ৫৫ শতাংশ রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২ মে সর্বনিম্ন ২ দশমিক শূন্য ১ শতাংশ এবং ২০২১ সালের ৯ ডিসেম্বর ৯৭ দশমিক ৭৮ শতাংশ রোগী সুস্থ হয়। ২০২০ সালের ৪ জুলাই সর্বনিম্ন ১ দশমিক ২৫ শতাংশ এবং ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ১২ দশমিক ৮২ শতাংশ রোগীর মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

ডিমের বাজার অস্থির করপোরেট তেলেসমাতিতে

চলতি মাসেই সর্বজনীন পেনশনের হিসাবে জমা হবে মুনাফা

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৩ বিচারকের সমন্বয়ে আইসিটি পুনর্গঠন, এ মাসেই বিচার কার্যক্রম শুরু

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু

পলিথিন নিষিদ্ধে ২০৩০ সাল পর্যন্ত সময় চান ব্যবসায়ীরা

‘আগের চেয়ে ভালো’ বিপিএলের প্রতিশ্রুতি ফারুকের

এইচএসসির ফল: যেভাবে পাবেন নম্বরসহ মার্কশিট

ঘরে বসেই রিচার্জ করা যাবে এমআরটি পাস

ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে : ডা. জাহিদ

যে কারণে চাকরিতে প্রবেশে ছেলেদের ৩৫, মেয়েদের ৩৭ বছর করার সুপারিশ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন শহীদ আবু সাঈদ