ত্রিশালে নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ধানীখোলা ইউনিয়নের কাটাখালী গ্রামের একটি পতিত জমি থেকে লাশটি উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। স্থানীয়রা অজ্ঞাতপরিচয় ওই নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি। তারা তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।