বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাণিজ্যমেলায় সেই চিরাচরিত ‘ঠকঠক শব্দ’

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন রূপে স্থায়ী ঠিকানায় প্রথমবারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হলেও প্রথমদিকের অবকাঠামোগত চিত্রের পরিবর্তন আসেনি। অস্থায়ী মেলা প্রাঙ্গণের মতো স্থায়ী প্রাঙ্গণেও মেলা শুরু হওয়ার পরও চলছে স্টল তৈরির কাজ। ফলে মেলার উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম সবদিক থেকেই হাতুড়ি, কাঠ, পেরেকের ঠকঠক শব্দ কানে আসছে। এতে বিরক্ত হচ্ছেন মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরা।

শনিবার (১ জানুয়ারি) মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, চারদিকেই অসম্পূর্ণ স্টল রয়েছে। এসব স্টলের মধ্যে যেমন দেশি প্রতিষ্ঠান রয়েছে, তেমনই বিদেশি প্যাভিলিয়নও রয়েছে। এমনকি মেলা প্রাঙ্গণের কমপ্লেক্সের মধ্যেও বেশিরভাগ স্টল তৈরির কাজ চলছে। তবে দেশি বড় কয়েকটি প্রতিষ্ঠান স্টল তৈরি করে বিক্রি কার্যক্রম শুরু করেছে।

মেলা প্রাঙ্গণের উত্তর-পশ্চিম দিকে অসম্পূর্ণ স্টলের সংখ্যা সবচেয়ে বেশি। কমপ্লেক্সের বাইরে উত্তর-পশ্চিম দিকের প্রায় প্রতিটি স্টলের কাজই অসম্পূর্ণ রয়েছে। বাঁশ, কাঠ, পেরেক দিয়ে চলছে এসব স্টল তৈরির কাজ। ফলে মুহুর্মুহু কানে ভেসে আসছে ঠকঠক শব্দ। এমনকি কমপ্লেক্সের ভিতরেও পশ্চিম দিকের প্রায় সবকটি স্টল অসম্পূর্ণ দেখা গেছে।

মেলায় ঘুরতে আসা নাদিয়া বলেন, গত বছর আগারগাঁওয়ের বাণিজ্যমেলায় অনেকবার গিয়েছি। এখানে বাণিজ্যমেলার স্থায়ী প্রাঙ্গণ হওয়ায় প্রথমদিনই বন্ধুরা মিলে ঘুরতে এসেছি। কিন্তু মেলা শুরু হলেও প্রায় সব স্টল অসম্পূর্ণ রয়েছে। এটা দেখে বিরক্ত লাগছে। স্থায়ী ঠিকানার মেলা এমন হবে কেন! উচিত ছিল মেলা শুরু হওয়ার আগেই সব স্টলের কাজ শেষ করা।

তিনি বলেন, আমরা মিরপুর থেকে এসেছি। এই মেলা প্রাঙ্গণ অনেক দূরে। আসতে অনেক সময় লাগে। আসতেও অনেক কষ্ট। এতো কষ্ট করে মেলায় আসলাম, কিন্তু মেলার পরিস্থিতি দেখে হতাশ হতে হয়েছে। মেলার সব স্টল পুরোদমে চালু হলে দেখতে কিছুটা হলেও ভালো লাগতো।

 

এ জাতীয় আরও খবর

পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলো বিজিপির আরও ১২ সদস্য

তীব্র গরমের পরে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপি ও জামায়াতের

এখনও কেন ‘জলদস্যু আতঙ্কে’ এমভি আবদুল্লাহ

বাড়ছে তাপমাত্রা, জেনে নিন প্রতিরোধের উপায়

বিএনপির অনেকে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে : কাদের

অনিবন্ধিত অনলাইনের বিরুদ্ধে পদক্ষেপ নেবো : তথ্য প্রতিমন্ত্রী

প্রার্থীদের মনোনয়নপত্রের প্রিন্ট কপি চাওয়া যাবে না : ইসি

ইসরায়েলকে সহায়তা করায় জর্ডানে বিক্ষোভ

পণ্যের দাম ঠিক রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে : প্রতিমন্ত্রী

লিটারে ১০ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

ফরিদপুরে বাস-পিকআপের সংঘর্ষে নিহত বেড়ে ১৪