খাইবার পাখতুনখাওয়ায় হারের পর জনপ্রিয়তা কমছে ইমরান খান সরকারের
অনলাইন ডেস্ক : গত সপ্তাহে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে হারের পর প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের জনপ্রিয়তা কমে যাচ্ছে। নির্বাচনে মাওলানা ফজলুর রহমানের জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রার্থী পেশোয়ারের মেয়র পদে জয়ী হন। এরপরই একটি বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক উপসম্পাদকীয়তে হুসেন এইচ জাইদি বলেন, মূলধারার সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন চলছে পাকিস্তানে সরকার পরিবর্তনের দিকে রয়েছে। ক্ষমতাসীন দলের জনপ্রিয়তা যে হ্রাস পাচ্ছে সে ব্যাপারে সন্দেহ কমই রয়েছে। ইমরান খানের অনেক কট্টর সমর্থকও পাকিস্তানের দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানে পিটিআই সরকারের সক্ষমতা নিয়ে পুরোপুরি সন্দিহান হয়ে উঠেছেন।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) জানিয়েছে, পাকিস্তানে বিদ্যুৎ ও গ্যাসের শুল্ক, পেট্রোলিয়ামের উচ্চ মূল্য এবং ক্রমবর্ধমান বেকারত্ব বাড়ছে। এদিকে আগামী ছয় মাসের জন্য পাকিস্তানে উচ্চ মুদ্রাস্ফীতির আভাস দেওয়া হয়েছে। সৌদি আরবের সহায়তার পরও পাকিস্তানি রুপির মূল্য কমতে পারে। পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের তথ্য নিয়ে ইআইইউ জানিয়েছে, গত বছরের অক্টোবরে পাকিস্তানে মুদ্রাস্ফীতি ৯ দশমিক ২ শতাংশ বেড়েছে।