রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই এএসআইয়ের বিরুদ্ধে মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে দুর্ঘটনাকবলিত বাস সরাতে গিয়ে পুনরায় দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমদাদুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। এমদাদুল হক পল্টন থানায় এএসআই হিসেবে কর্মরত।

শুক্রবার (৩১ ডিসেম্বর) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় নিহত তুষারের বাবা শুক্রবার সকালে বাদী হয়ে সড়ক পরিবহন আইনের ৯৮ ও ১০৫ ধারায় পল্টন থানায় একটি মামলা করেছেন। এর আগে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল চারটার দিকে গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনের সড়কে দুর্ঘটনায় যুক্তরাষ্ট্র প্রবাসী শুকুর মাহমুদ বাবুল ও রাইসুল কবির তুষার নিহত হন।

বৃহস্পতিবার রাতে পল্টন থানার ডিউটি অফিসার এসআই শামীম হোসেন জানিয়েছিলেন, ঘটনার শুরুটা হয় রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে। সেখানে শ্রাবণ পরিবহনের একটি বাসের ধাক্কায় ওয়ারী থানার কনস্টেবল নাসির উদ্দিন গুরুতর আহত হন। আহত কনস্টেবলকে উদ্ধার করে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় ফ্লাইওভারে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজট কমাতে এএসআই এমদাদুল হক নিজেই বাসটি চালিয়ে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। বাসটি যে ব্রেক ফেল ছিল তা তিনি জানতেন না। বাসটি আহাদ পুলিশ বক্সের কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর ওঠে যায়। এতে চার পথচারী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় এএসআই এমাদুল হককে আটক করা হয়েছে বলেও জানান শামীম।

আটক এএসআইয়ের ড্রাইভিং লাইসেন্স ছিল কি-না জানতে চাইলে তিনি বলেন, এএসআই এমাদুল হক পুলিশে কনস্টেবল পদে চাকরি শুরু করেন। তখন তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের গাড়ি চালাতেন। তখন থেকেই তার ড্রাইভিং লাইসেন্স ছিল এবং গাড়ি চালানোর অভিজ্ঞতাও ছিল। পরে এমাদুল পদোন্নতি পেয়ে এএসআই হন।

 

এ জাতীয় আরও খবর

বাসায় ফিরেছেন জাহিদ হাসান

আপনার ত্বকের কেমন ফেস মাস্ক দরকার

বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান বাবু

নবীনগরে সার্বজনীন গ্রুপের ‘ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

গণপরিবহন সংকটে বেকায়দায় ঈদ ফেরত যাত্রীরা

তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক ষড়যন্ত্রকারীদের জন্য গেম ওভার মুহূর্ত: প্রেস সচিব

রেকর্ড ভাঙা দামে রিয়ালে আর্জেন্টাইন মিডফিল্ডার

জাফলংয়ে বাধার সম্মুখীন ২ উপদেষ্টার গাড়িবহর

পুলিশের কাছে মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে জামায়াতের প্রশ্ন