একবছরে ৫ শিক্ষার্থী, ১ শিক্ষক হারিয়েছে ঢাকা কলেজ
ক্যাম্পাস প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে ঢাকা কলেজ ক্যাম্পাস । তবে অনেকেই আর ফেরেননি প্রাণের ক্যাম্পাসে। পুরো বছর জুড়েই ঢাকা কলেজের সঙ্গী ছিল অনাকাঙ্ক্ষিত মৃত্যু। ২০২১ সালে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই কলেজের একজন শিক্ষক ও পাঁচজন শিক্ষার্থী।
চলতি বছরের ১৩ জুন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন প্রাণ হারান ঢাকা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শাহাদাত হোসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড়ি পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। শাহাদাত হোসেন বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তা ছিলেন। করোনার কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকায় সদা হাস্যজ্জল এবং শিক্ষার্থীবান্ধব শিক্ষক শাহাদাত হোসেন দেখে যেতে পারেননি মুখরিত ক্যাম্পাস। আর ফিরতে পারেননি প্রিয় শিক্ষার্থীদের কাছে।
গত ২৬ মে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর দুর্ঘটনায় মারা যান টিপু সুলতান রনি নামে এক শিক্ষার্থী। রনি ঢাকা কলেজের স্নাতক চতুর্থবর্ষ (২০১৬-১৭ সেশনের) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
রনির বাবা আব্দুর রহিম জানান, রনি তার বন্ধুদের সঙ্গে নিজের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। তখন হানিফ ফ্লাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে দুর্ঘটনায় শিকার হন। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি মারা যান।
১৪ জুলাই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান ঢাকা কলেজ শিক্ষার্থী মো. আব্দুল্লাহ। তিনি ঢাকা কলেজের স্নাতোকোত্তর শ্রেণির বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ইন্টারনেটের তারে হাত দিয়ে অজান্তেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান তিনি। আব্দুল্লাহ ঢাকা কলেজের দক্ষিণায়ন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
ব্লাড ক্যান্সারের কাছে হেরে যান ঢাকা কলেজ শিক্ষার্থী আশিকুর রহমান। তিনি কলেজের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২ আগস্ট সকালে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।
আশিক ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি গ্রহণ করছিলেন। এতে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও হঠাৎ ১ আগস্ট রাতে স্ট্রোক করেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন মৃত্যু হয়।
আশিকুর রাজধানীর সাইনবোর্ডের সানারপাড় এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলায়।
গত ৮ নভেম্বর বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল খিদরী। কুমিল্লার লালমাই এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান তিনি। ঢাকা কলেজের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ছিলেন খিদরী। ঘরের একটি বৈদ্যুতিক খোলা তার হাত দিয়ে সড়াতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
সবশেষ ২৩ ডিসেম্বর সকালে প্রেমঘটিত বিষয়ে অভিমান করে আত্মহত্যা করেন ঢাকা কলেজ শিক্ষার্থী মারুফ ভূঁইয়া। তিনি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে নিজ ঘরেই আত্মহত্যা করেন তিনি।