রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দল পেলেন ইমরুল-সাব্বির-বিজয়

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পর্দা উঠছে ২১ জানুয়ারি। এ উপলক্ষে আজ সোমবার হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার্স ড্রাফট। বিদেশিদের দলে নেওয়ার তালিকায় শ্রীলঙ্কা ও উইন্ডিজ ক্রিকেটারদের নিয়ে চলছে টানাটানি।

দেশিদের মধ্যে এনামুল হক বিজয়কে দলে নিয়েছে সিলেট। ইমরুল কায়েসকে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিকে ওপেনার নাইম শেখ খেলবেন ঢাকার হয়ে। চট্টগ্রাম দলে নিয়েছে সাব্বির রহমানকে। মাহমুদুল হাসান জয়কে নিয়েছে কুমিল্লা এবং মেহেদি হাসান মিরাজকে নিয়েছে চট্টগ্রাম।

বিদেশি কোটায় নিরোশান ডিকওয়েলাকে নিয়েছে বরিশাল আর সিরাজ আহমদকে নিয়েছে সিলেট। এদিকে ড্রাফটের বাইরে থেকে ক্রিস গেইলকে দলে টেনেছে সাকিবের বরিশাল।

বিপিএল ড্রাফট

খুলনা টাইগার্স- মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, নাভিন উল হক, ভানুকা রাজাপাকশে, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলী রাব্বি, সেকুগে প্রসন্ন, সিকান্দার রাজা, ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী অনিক, নাবিল সামাদ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- নাসুম আহমেদ, বেনি হাওয়েল, কেনার লুইস, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ, চ্যাডউইক ওয়ালটন, রায়াদ এমরিট, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মুত্যুঞ্জয় চৌধুরি, মেহেদি হাসান মিরাজ, আকবর আলী।

ঢাকা- মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা, কাইস আহমেদ, নাজিবুল্লাহ জাদরান, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম, মোহাম্মদ শাহজাদ, ফজলে হক ফারুকী, নাইম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম অমি।

ফরচুন বরিশাল- সাকিব আল হাসান, মুজিব উর রহমান, ক্রিস গেইল, দানুশকা গুনাথিলাকা, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, ওবেদ ম্যাককয়ে, আলজারি জোসেফ, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নিরোশান ডিকওয়েলা, নাঈম হাসান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স- মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারিন, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভির ইসলাম, কুশল মেন্ডিস, ওশানে থমাস, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক।

সিলেট সানরাইজার্স- তাসকিন আহমেদ, দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন ইনগ্রাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল হোসেন অপু, রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, সিরাজ আহমেদ, মিজানুর রহমান।

এ জাতীয় আরও খবর