বিবাহিত পুরুষই পছন্দ সারা আলি খানের
বিনোদন ডেস্ক : বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। এবার তার আরও একটি বক্তব্য নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য।
সম্প্রতি ‘কফি উইথ করণের’ অনুষ্ঠানে ‘অতরঙ্গী রে’ ছবির প্রচারে এসেছিলেন সারা আলি খান ও ধনুষ। সারা যখনই করণের অনুষ্ঠানে আসে ততবারই কোনো না কোনো মন্তব্যের জেরে বিতর্কের মুখে পড়েন। এবারও তার ব্যতিক্রম হয়নি।
করণ প্রশ্ন করেন নিজের বিয়ের পাত্র হিসেবে কাকে কাকে দেখতে চান সারা। যে উত্তর দেন সারার তা শুনে চমকে যান ধনুষ ও করণ।
সারা বলেন, তিনি রণবীর সিং বিজয় দেবেরাকোন্ডা, ভিকি কৌশল ও বরুণ ধাওয়ানকে দেখতে চান।
তার মুখে এই নামগুলো শুনে সারাকে সাবধান করেন করণ জোহার । মজা করে করণ বলেন, এদের স্ত্রীরা দেখছেন। সারা বলেন, আশা করি তাদের স্বামীরাও দেখছেন। সারার বোল্ড উত্তর শুনে অবাক হন ধনুষও।